promotional_ad

বৃষ্টির পরও ল্যাবুশেনের উইকেটে স্বস্তি ইংল্যান্ডের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

ইংল্যান্ডের আকাশ যেনও অজিদের পরম বন্ধু। নয়তো আগের দিন জস হ্যাজেলউডের চাওয়া অনুযায়ী আকাশে কালো মেঘ আর বৃষ্টি। চতুর্থ দিনে মাঠে খেলা গড়িয়েছে মাত্র একটি সেশন, যেখানে সেঞ্চুরির দেখা পেয়েছেন মার্নাস ল্যাবুশেন। কিন্ত দিনশেষে জো রুটের বলে আউট হওয়া ল্যাবুশেনের উইকেট নিয়ে, কিছুটা স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে ইংল্যান্ড।


হ্যাজেলউড সহজ স্বীকারক্তি দিয়ে জানিয়েছিলেন, ম্যাচে তারা পিছিয়ে আছেন। যদি পরাজয় এড়াতে হয়, তাহলে বৃষ্টির সাহায্য প্রয়োজন। এদিকে এই বৃষ্টিই ইংল্যান্ডের অ্যাশেজ পুনরুদ্ধারে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এমনকি ম্যানচেস্টার টেস্টের পঞ্চম দিনেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টিই হচ্ছে।

চতুর্থ দিনে বৃষ্টির সুযোগে অজিদের খেলতে হয়েছে মাত্র এক সেশন, তবে হারিয়েছেন সেট ব্যাটার ল্যাবুশেনকে। সেঞ্চুরি করে ১১১ রানে রুটের বলে কাট করতে গিয়ে জনি বেয়ারস্টোর গ্লাভস বন্দি হয়, ফলে সাজঘরে ফিরতে হয় তাকে। এই উইকেট দলের জয়ে সাহায্য করবে বলে মনে করেন ইংল্যান্ড দলের ব্যাটিং কোচ মার্কাস ট্রেসকোথিক।


promotional_ad

‘যা ভেবেছি তার চেয়ে বেশি খেলা হয়েছে। মনে হয়েছিল বল মাঠেই গড়াবে না, সেখান যা হয়েছে, তাই বোনাস। আমরা এক উইকেট এগিয়েছি, তবে এখনও দিনটা হতাশাজনকই। সম্পূর্ণটাই আবহাওয়ার ওপর নির্ভর করছে। আমরা এই দিনে দু–তিনটা উইকেট তুলে নিতে চেয়েছিলাম।'


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

টেস্ট জয় ও অ্যাশেজ পুনরুদ্ধারে দ্রুতই অস্ট্রেলিয়ার ৫ উইকেট তুলে নিতে হবে ইংল্যান্ডের। তবে ইংল্যান্ডের সামনে যেই সুযোগটিই আসবে, সেটাই কাজে লাগাতে হবে। ম্যাচ শেষে ব্যাটিং কোচ মার্কাস বলেন, 'আগামীকাল (আজ) আমাদের যেই সুযোগটাই আসে না কেন, আমরা সেটা দুই হাতে লুফে নেব।’


ইংল্যান্ডের করা প্রথম ইনিংসের ৫৯২ রান টপকাতে এখনও ৬১ রান প্রয়োজন সফরকারীদের। চতুর্থ দিনের মত টেস্টের শেষ দিনেও যদি বৃষ্টির সাহায্য পায় অজিরা, তাহলে জয়ের খুব কাছাকাছি থাকলেও অ্যাশেজ পুনরুদ্ধারে ব্যর্থ হবে বেন স্টোকসরা। এদিকে বৃষ্টির কারণে পঞ্চম দিনের প্রথম সেশনও খেলা হয়নি!


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball