বিপিএলে প্রথমবারের মত ঢাকায় মুশফিক

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাওয়াদের ঝড়ো হাফ সেঞ্চুরি, মুশফিক-শান্তর রাজশাহীর বিদায়
১৮ ডিসেম্বর ২৪
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মালিকানা বদল হতে যাচ্ছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির। সব ঠিক থাকলে নতুন মৌসুমে ভিন্ন মালিকানার অধীনে মাঠে নামবে ঢাকা। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।
শুধু মালিকানায় পরিবর্তনই নয়, প্রথমবারের মত ঢাকার জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন মুশফিকুর রহিম। এবারই প্রথম ঢাকার হয়ে বিপিএল মাতাবেন দেশের সবচেয়ে নির্ভরযোগ্য এই ব্যাটার। তবে সব চুড়ান্ত হলেও, মুশফিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনও চুক্তি সম্পন্ন হয়নি।
সূত্রটি ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'মুশফিক আগামী মৌসুমে ঢাকার হয়ে খেলবেন। সব চুড়ান্ত হয়ে গিয়েছে তবে এখনও চুক্তি সম্পন্ন হয়নি। এ ছাড়া ঢাকার মালিকানাতেও পরিবর্তন আসছে, নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনেই খেলবেন মুশফিক।'

বিপিএলে এখন পর্যন্ত দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস, চট্টগ্রাম ভাইকিংস, সিলেট সুপারস্টার্স, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, বরিশাল বুলস ও রাজশাহী কিংসের হয়ে খেলেছেন মুশফিক। এবারই প্রথম ঢাকার হয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার অধিনায়ক ছিলেন মুশফিক।
গেল বিপিএলে ৭ দল অংশ নিলেও আগামী বিপিএলে বাড়তে যাচ্ছে একটি দল। সব ঠিক থাকলে দেশের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে যোগ হতে যাচ্ছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। তবে মালিকানা কারা পাচ্ছ এই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
সূত্রটি ক্রিকফ্রেঞ্জিকে আরও বলেন, 'আগামী বিপিএলে ৭ দলের জায়গায় ৮ দল অংশ নেয়ার সম্ভাবনা বেশী। সব ঠিক থাকলে ফিরতে যাচ্ছে রাজশাহী। তবে কারা এর মালিকানা পাচ্ছে এই বিষয়টি এখনও চুড়ান্ত হয়নি।'
আগামী মৌসুমের বিপিএল জানুয়ারির ১০ তারিখে শুরু হলে আসর আবার শেষ করতে হবে ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যেই। কারণ ওই মাসের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। বিপিএলের সূচি আপাতত কিছু বিষয়ের ওপর নির্ভর করলেও, প্লেয়ার ড্রাফটের বিষয়টি আগেই সেরে রাখতে চায় বিসিবি।
গত বছরের জুলাইয়ে বিসিবির পরিচালনা পর্ষদের একটি সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, পরবর্তী তিন বিপিএলের তারিখ চূড়ান্ত করে ফেলেছেন তারা। তখন তিনি বলেছিলেন, ২০২৩ বিপিএল হবে ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ বিপিএল ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালে হবে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।
সেই অনুযায়ী এ বছরের বিপিএল মাঠে গড়ানোর তারিখ ছিল ৬ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি। যদিও আগে থেকেই ধারণা করা হচ্ছিল নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি। তবে জাতীয় নির্বাচন ১০ তারিখের পরে হলে বিপিএল নিয়ে নতুন বিপাকে পড়বে বিসিবি। কারণ ফেব্রুয়ারিতেই আছে শ্রীলঙ্কা সফর।