বিশ্বকাপে অধিনায়কত্বের দরজা খুলে দিলো বিসিবি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে বিশ্বকাপের আগে অধিনায়কত্ব নিয়ে দোটানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের চোট কিছুটা হলেও ভাবতে বাধ্য করছে বোর্ডকে। এমন অবস্থায় বিশ্ব আসরে অধিনায়কত্বের দরজা খুলে দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
আফগানিস্তান সিরিজ চলাকালীন হুট করেই অবসর নিয়ে বসেন তামিম। এর একদিন পর মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরেও আসেন। তবে অবসর ভেঙে ফেরা এই ক্রিকেটারকে পাওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। কারণ চোটের কারণে তামিমকে যেতে হতে পারে ছুরি-কাঁচির নীচে।

চলতি সপ্তাহে ইংল্যান্ডে চিকিৎসকদের সাঙ্গে দেখা করবেন তামিম। এরপরই সিদ্ধান্ত নেয়া হবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে নিয়ে। যদিও সাময়ক সমাধান হতে পারে ইনজেকশন। তাই সব মিলিয়ে বিশ্বকাপের আগে অধিনায়ক ও অধিনায়কত্ব নিয়ে পরিষ্কার ভাবনায় নেই বোর্ড।
বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান অবশ্য আশাবাদী, বিশ্বকাপে তামিমের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ। তবে বিকল্প চিন্তাও করছে বোর্ড। নাজমুল হাসান বলেন, 'তামিম আমাদের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন। ও না থাকায় লিটন ক্যাপ্টেন্সি করেছে। ও যদি ফেরত আসে ও করবে, না হলে অন্য কেউ করবে'।
তামিম বর্তমানে পরিবারের সাথে সংযুক্ত আরব আমিরাতে আছেন। সেখানে থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর চিকিৎসকের কাছে পিঠের চোটের ব্যাপারে পরামর্শ নেবেন। ঠিক করবেন পিঠের অস্ত্রোপচার করাবেন কিনা। শেষ পর্যন্ত যদি তিনি ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করান তাহলে ৪ মাসের জন্য মাঠের বাইরের থাকতে হবে তামিমকে।
ওয়ানডে অধিনায়ককে পেতে অবশ্য এক পায়ে দাঁড়িয়ে বোর্ড। তাকে সুস্থ করে তুলতে সব প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে নাজমুল হাসান বলেন, 'আপনারাই বলেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে আমি তো জানি না। তার মানে যারা ওকে ব্যয়াম দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না অবজেক্টিভটা কী বলার।'
'দুই বছর ধরে তো ও যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলছে আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই ওর অন্য কিছু আছে। এখন ও বলছে, একটা ডাক্তার দেখিয়েছে সে বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। ফাইন, যেটা লাগবে করবো আমরা। মানে আমরা এক পায়ে খাঁড়া। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ মন্তব্য কেন করেছে আমি জানি না। আমাকে কখনো বলেনি', যোগ করেন তিনি।