promotional_ad

নারী ক্রিকেটারদের ৩৫ লাখ টাকা বোনাস দিচ্ছে বিসিবি

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের

১৯ এপ্রিল ২৫
পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের, ফাইল ফটো

সম্প্রতি ভারত নারী দলের বিপক্ষে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এ কারণে বিশাল অঙ্কের বোনাস পাচ্ছেন নারী ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ৩৫ লাখ টাকার অর্থ পুরষ্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা।


দলের সব ক্রিকেটার এবং ম্যানেজিং স্টাফরা ২৫ লাখ টাকার অর্থ পুরষ্কার। এই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে ১০৭ রানের ঐতিহাসিক একটি ইনিংস খেলেন ফারজানা হক পিংকি। বাংলাদেশ নারী দলের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম সেঞ্চুরি।


এমন সেঞ্চুরির কারণে বিসিবির কাছ থেকে আলাদাভাবে দুই লাখ টাকা পাচ্ছেন ফারজানা। এ ছাড়া এই সিরিজে দারুণ পারফর্ম করেছেন মারুফা আক্তারসহ বেশ কয়েকজন খেলোয়াড়। তাদের আলাদাভাবে পুরস্কৃত করেছে বিসিবি।


promotional_ad

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন, 'আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, সঙ্গে যারা (ব্যক্তিগতভাবে) পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।'


ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ নারী দল। ভারতকে বৃষ্টি আইনে ৪০ রানে হারায় দলটি। যদিও দ্বিতীয় ওয়ানডেতে খুব বাজেভাবেই হারে বাংলাদেশ।


সেই ম্যাচটি ভারত নারী দল জিতে নেয় ১০৮ রানের বিশাল ব্যবধানে। আর শেষ ম্যাচটি টাই করে ভারতের মেয়েরা। এর আগে টি-টোয়েন্টি সিরিজে ভারত জিতে ২-১ ব্যবধানে। সিরিজের প্রথম দুই ম্যাচ হারলেও শেষ ম্যাচে ভারতকে চার উইকেটে হারায় বাংলাদেশ।


বোনাস দেওয়ার কথা অবশ্য আগেই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে জানিয়েছিলেন বিসিবি সভাপতি। তিনি আরও বলেন, 'মেয়েদের দলকে আমরা যতটা দুর্বল মনে করি, তারা কিন্তু তাদের এত দুর্বল মনে করে না। তারা যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন, সাহস নিয়ে খেলে। প্রথম ওয়ানডে জিতল, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি।'


'ওকে বলি যে, "তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কিনা। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি তা না। তবে তোমরা খুব ভালো খেলেছো।" তারপর যে খেলাটা দেখলাম সিরিজে, একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball