বড় অঙ্কের জরিমানা গুনছেন হারমানপ্রীত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের
১৯ এপ্রিল ২৫
বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে উড়িয়ে ফেলেন হারমানপ্রীত কৌর। খেলা শেষ হওয়ার পরও ভারত নারী দলের অধিনায়ক অসন্তোষ প্রকাশ করেছেন আম্পায়ারিংয়ের কারণে। এবার জরিমানা করা হয়েছে তাকে। ম্যাচ ফি'র ৭৫ শতাংশ জরিমানা গুনছেন ভারতের এই নারী ক্রিকেটার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে, মাঠের ঘটনার জন্য ম্যাচ ফি'র ৫০ ভাগ জরিমানা গুনতে যাচ্ছেন হারমানপ্রীত। এমন আচরণের জন্য তিনটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।

আর ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়ে করা তার মন্তব্যের কারণে আরও ২৫ ভাগ জরিমানা করা হয়েছে হারমানপ্রীতকে। এই ঘটনায় ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন আরও একটি। সবমিলিয়ে মোট ৭৫ শতাংশ জরিমানা এবং চারটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হচ্ছে তার নামের পাশে।
ঘটনাটি ম্যাচের ৩৪তম ওভারের চতুর্থ বলে ঘটে। স্পিনার নাহিদা আক্তারের ফুল লেংথ ডেলিভারিতে সুইপ করেছিলেন ভারতের অধিনায়ক। তবে ব্যাটে-বলে ঠিকঠাক করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। বল হারমানপ্রীতের প্যাডে লাগা বল স্লিপে দাঁড়িয়ে তালু বন্দি করেন ফাহিমা খাতুন। জোরালো আবেদন করতেই আউট দেন অনফিল্ড আম্পায়ার তানভির আহমেদ।
কয়েকবার টিভিতে রিপ্লে দেখানো হলেও বোঝার উপায় ছিল ঠিক কি হয়েছে। আলট্রা এজ কিংবা রিভিউ সিস্টেম না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত এবং সাধারণ টিভি রিপ্লের উপরই ভরসা করতে হতো। টিভি আম্পায়ার মনিরুজ্জামান সিদ্ধান্ত বদলের যথেষ্ট প্রমাণ পাওয়ায় হারমানপ্রীতকে আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। এমন সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারেননি হারমানপ্রীত।
যার ফলে সজোরে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন ভারতের অধিনায়ক। যে কারণে একটি স্টাম্প উড়ে গিয়ে অনেকটা দূরে পড়ে। সাজঘরে ফেরার সময় আম্পায়ারকে কিছু একটা বলতে বলতে মাঠ ছাড়ছিলেন হারমানপ্রীত। টাই হওয়া ম্যাচের শেষে পুরস্কার বিতরণীতে গিয়ে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ফটোসেশনের সময়ও বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে উদ্দেশ্য করে বেশ কিছু অসুলভ কথা বলেছেন হারমানপ্রীত। শুধু তাই নয় ট্রফির সঙ্গে ছবি তোলার জন্য ইঙ্গিতপূর্ণভাবে আম্পায়ারকে বেশ কয়েকবার ডেকেছেন তিনি।