একই দিনে হারলেন মুশফিক-তাসকিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট দলে ডাক পেলেন তানজিম, নেই তাসকিন
৮ এপ্রিল ২৫
জিম-আফ্রো টি-টেন লিগে একই দিনে হেরে গেল মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদের দল। মুশফিকের জোবার্গ বাফেলোস সাত উইকেটে হারে ডারবান কালান্দার্সের কাছে। আরেকটি ম্যাচে তাসকিনের বুলাওয়ে ব্রেভস আট উইকেটে হেরে যায় কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে।
জিম-আফ্রো টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচের মতো ক্ষুরধার পারফর্ম করতে পারেননি মুশফিক এবং তাসকিন। তবে টি-টেন ম্যাচ হিসেবে খুব একটা খারাপও করেননি এই দুই ক্রিকেটার।

ডারবান কালান্দার্সের বিপক্ষে আগে ব্যাটিং করে ১০ ওভারে ৪ উইকেটে ৯৪ রান তোলে জোবার্গ। দলটির হয়ে ওপেনার টম ব্যান্টনের ব্যাটে আসে ৩১ বলে ৫৫ রানের ইনিংস। এ ছাড়া ১২ বলে দুটি চার ও একটি ছক্কায় ১৯ রান করেন মুশফিক।
তামিমকে দেখতে হাসপাতালে মুশফিক-মিরাজরা
২৪ মার্চ ২৫
জবাবে হজরতউল্লাহ জাজাইয়ের ২৫ বলে ৪১ এবং আসিফ আলীর ১৩ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে পাঁচ বল বাকি থাকতেই জয় পায় ডারবান। দলটি তিন উইকেট বাকি থাকতেই লক্ষ্য তাড়া করে জিতে যায়।
আরেকটি ম্যাচে ওপেনার বেন ম্যাকডারমটের ১৭ বলে ২৭ এবং কুবে হেফটের ৯ বলে ১৮ রানের ইনিংসে ছয় উইকেটে ৮৬ রান তোলে বুলাওয়ে ব্রেভস। টি-টেনের সংগ্রহ হিসেবে যা একেবারেই গড়পড়তা মানের।
এই লক্ষ্য ৬.৫ ওভারেই দুই উইকেট হারিয়েই জয় তুলে নেয় কেপটাউন। তাদিওয়াসে মারুমনির ২১ বলে ৪৩ এবং ম্যাথিউ ব্রিজকের ১৩ বলে ২৯ রানের অপরাজিত দুটি ইনিংসেই এই লক্ষ্য তারা করে দলটি। দুই ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট নেন তাসকিন। বুলাওয়ের সবচেয়ে মিতব্যয়ী বোলার তিনিই।