promotional_ad

ব্র্যাথওয়েট-আথানাজের ব্যাটিংয়ে ফলো-অন এড়ানোর পথে ওয়েস্ট ইন্ডিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ

১৯ এপ্রিল ২৫
আইসিসি

প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংস ব্যাটিং না করেই জিতে গিয়েছিল ভারত। ম্যাচ শেষে জানা যায়, ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল তারা। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে একই পরিকল্পনা করেও ব্যর্থ ভারত। ভারতের করা ৪৩৮ রানের জবাবে পোর্ট অব স্পেইন টেস্টে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২২৯ রান তুলেছে ক্যারিবিয়ানরা। ফলো-অন এড়াতে তাদের প্রয়োজন মাত্র দশ রান, হাতে আছে পাঁচ উইকেট।


মূলত অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট এবং অ্যালিক আথানাজের ব্যাটিংয়ে ফলো অন এড়িয়ে যাওয়ার পথে দলটি। ম্যাচের তৃতীয় দিনের শুরু থেকে অনেকটা সময় ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন ক্যারিবিয়ান অধিনায়ক।


promotional_ad

ব্র্যাথওয়েট অবশ্য বৃষ্টির সাহায্যও পেয়েছেন। টেস্টের তৃতীয় দিনে গতকাল বৃষ্টির কারণে খেলা হয়েছে মোটে ৬৭ ওভার। এই সময়টায় ১৪৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দলটি এই ইনিংসে রান তুলছে ২.১২ গড়ে।


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৯ এপ্রিল ২৫
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

ওয়েস্ট ইন্ডিজের সবার স্ট্রাইক রেট দেখেই আন্দাজ করা যায়, এই টেস্টে জয় বা হার চান না তারা। বরঞ্চ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে চান তারা। রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হওয়ার আগে ২৩৫ বলে ৭৫ রান করেছেন ব্র্যাথওয়েট। তার হাফ সেঞ্চুরি পূর্ণ হয় ১৭০ বলে!


কার্ক ম্যাকেঞ্জির ব্যাটে আসে ৫৭ বলে ৩২ রান। এ ছাড়া জার্মেইন ব্লাকউড করেন ৯২ বলে ২০ রান। তার উইকেটটি নিয়েছেন রবীন্দ্র জাদেজা। অপরাজিত থাকা আথানাজে ৩৭ রান করতে খেলেছেন মোট ১১১ বল।


আরেক অপরাজিত ব্যাটার জেসন হোল্ডার ৩৯ বলে করেছেন ১১ রান। মাঝে ২৬ বলে ১০ রান করে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন জশুয়া দা সিলভা। ভারতের হয়ে এই ইনিংসে জাদেজা দুটি, সিরাজ, অশ্বিন ও অভিষিক্ত মুকেশ কুমার একটি করে উইকেট নেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball