মেঘ-বৃষ্টির খেলার মাঝে ল্যাবুশেনের সেঞ্চুরি

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
ওল্ড ট্রাফোর্ড টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে যে প্রচুর বৃষ্টি হতে পারে সেটা শোনা যাচ্ছিলো বেশ আগে থেকেই। তৃতীয় দিন শেষে জশ হেজেলউড জানিয়েছিলেন, বৃষ্টি হলে অস্ট্রেলিয়ান বেশ খুশিই হবেন। পূর্বাভাসে থাকা বৃষ্টির দেখা মিলল চতুর্থ দিনের সকাল থেকেই। পুরো দিনের বেশিরভাগ সময়ই গেছে বৃষ্টির পেটে।
রোদ, মেঘ আর বৃষ্টির খেলার মাঝে মাঠে গড়িয়েছে মোটে ৩০ ওভার। যেখানে খুব বেশি সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। একটা সময় মেঘাচ্ছন্নতার কারণে স্পিনারদের কাজে লাগাতে বাধ্য হয়েছেন বেন স্টোকস। তাতে বরং ইংল্যান্ডের জন্য লাভই হয়েছে। প্রথম অ্যাওয়ে সেঞ্চুরি পাওয়া মার্নাশ ল্যাবুশেনকে ফিরিয়েছেন জো রুট।

তৃতীয় সেশনের বেশিরভাগ সময় বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে ১১১ রান করে ফিরে গেছেন ল্যাবুশেন। দিনের বাকিটা সময় সামাল দিয়েছেন মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন। ম্যানচেস্টারে এখনও ইংল্যান্ডের চেয়ে ৬১ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। টেস্ট বাঁচাতে শেষদিনে বড় পরীক্ষাই দিতে হবে সফরকারীদের। এদিকে আর ৫ উইকেট নিতে পারলেই সিরিজে সমতায় ফিরবে ইংলিশরা।
ম্যানচেস্টারে চতুর্থ দিনের সকাল থেকেই বৃষ্টি ঝামেলা পাঁকিয়েছে। যে কারণে প্রথম সেশনে মাঠেই নামতে পারেননি ক্রিকেটারা। প্রথম সেশনের পুরোটা বৃষ্টির পেটে গেলে লাঞ্চ ঘোষণা করেন আম্পায়াররা। দ্বিতীয় সেশনে খানিকটা রোদের দেখা মিলে।
যদিও পুরোটা আকাশই মেঘে ঢাকা ছিল। খেলা শুরু হলেও পুরোদিনে ৩০ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। আগের দিন ৪৪ রানে অপরাজিত থাকা ল্যাবুশেন সেঞ্চুরি ছুঁয়েছেন ১৬১ বলে। অ্যাওয়েতে যা তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। যদিও তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছোঁয়ার পর ল্যাবুশেনকে বেশিক্ষণ টিকতে দেননি রুট।
ডানহাতি এই অফ স্পিনারের নিচু হওয়া ডেলিভারিতে কাট করতে গিয়ে উইকেটকিপার জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর অবশ্য অস্ট্রেলিয়াকে আর কোন উইকেট হারাতে দেননি মার্শ ও গ্রিন। তবে তারা দুজন বেশিক্ষণ ব্যাটিং করতে পারেননি। কারণ বৃষ্টি বাগড়া দেয়ায় অনেকটা সময় অপেক্ষা করে চতুর্থ দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা।