promotional_ad

হারমানপ্রীতদের ভদ্রতা শিখতে বললেন নাদেল

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে উড়িয়ে ফেলেন হারমানপ্রীত কৌর। ভারতের অধিনায়কের এমন আচরণে হতবাক বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। হারমানপ্রীতদের উদ্দেশ্যে করে নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ভালো ক্রিকেটার হওয়ার আগে ভদ্রতা শিখতে হবে।


ঘটনাটি ম্যাচের ৩৪তম ওভারের চতুর্থ বলে ঘটে। স্পিনার নাহিদা আক্তারের ফুল লেংথ ডেলিভারিতে সুইপ করেছিলেন ভারতের অধিনায়ক। তবে ব্যাটে-বলে ঠিকঠাক করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। বল হারমানপ্রীতের প্যাডে লাগা বল স্লিপে দাঁড়িয়ে তালু বন্দি করেন ফাহিমা খাতুন। জোরালো আবেদন করতেই আউট দেন অনফিল্ড আম্পায়ার তানভির আহমেদ।


কয়েকবার টিভিতে রিপ্লে দেখানো হলেও বোঝার উপায় ছিল ঠিক কি হয়েছে। আলট্রা এজ কিংবা রিভিউ সিস্টেম না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত এবং সাধারণ টিভি রিপ্লের উপরই ভরসা করতে হতো। টিভি আম্পায়ার মনিরুজ্জামান সিদ্ধান্ত বদলের যথেষ্ট প্রমাণ পাওয়ায় হারমানপ্রীতকে আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। এমন সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারেননি হারমানপ্রীত।


promotional_ad

যার ফলে সজোরে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন ভারতের অধিনায়ক। যে কারণে একটি স্টাম্প উড়ে গিয়ে অনেকটা দূরে পড়ে। সাজঘরে ফেরার সময় আম্পায়ারকে কিছু একটা বলতে বলতে মাঠ ছাড়ছিলেন হারমানপ্রীত। টাই হওয়া ম্যাচের শেষে পুরস্কার বিতরণীতে গিয়ে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নাদেল অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তে ভুল দেখছেন না।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাদেল বলেন, ‘দেখুন, আপনারাও তো মাঠে ছিলেন, খেলাটা দেখেছেন। আম্পায়ার যে সিদ্ধান্তগুলো দিয়েছেন সেগুলোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আমরা যারা পরবর্তীতে রিপ্লেগুলো যখন দেখেছি আমরা নিঃসন্দেহে বলা যায় আম্পায়ারদের সিদ্ধান্তগুলো নিয়ে কথা বলা বা প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। যেভাবে বলেছে (হারমানপ্রীত কৌর) আমি মনে করি বোর্ড টু বোর্ড কথা হবে। ম্যাচ রেফারি ছিলেন সেটা তো সে (হারমানপ্রীত) প্রকাশ্যে বলেছে, নিশ্চয় রিপোর্টে এই বিষয়গুলো নিয়ে আসবেন। তখন আমরা দেখবো।’


ফটোসেশনের সময় বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে উদ্দেশ্য করে বেশ কিছু অসুলভ কথা বলেছেন হারমানপ্রীত। শুধু তাই নয় ট্রফির সঙ্গে ছবি তোলার জন্য আম্পায়ারকে বেশ কয়েকবার ডেকেছেন তিনি। এসব ঘটনায় বিস্মিত নাদেল। তাই তো হারমানপ্রীতদের ভদ্রতা শেখার পরামর্শ দিয়েছেন তিনি।


নাদেল বলেন, ‘দেখুন ক্রিকেটকে আমরা কি বলি? ভদ্রলোকের খেলা। এই জায়গায় আপনাকে অবশ্যই ভালো খেলোয়াড় হওয়ার আগে আপনার ভদ্রতা সম্পর্কে এবং ক্রিকেটীয় জ্ঞানটা আগে অর্জন করতে হবে। তারপর আমরা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ খেলব, মন্তব্য করব।’


‘আমি মনে করি এই জায়গায় ঘাটতি আছে। যেহেতু বিষয়টা আম্পায়ার এবং ম্যাচ রেফারির, তাদের ম্যাচ রিপোর্টে তারা বলবেন। মাঠে আরও দুই একটা ঘটনা যেটা ঘটেছে সেটা কোনভাবেই কাম্য নয় এবং ক্রিকেটের সঙ্গে সেটা কোনভাবেই যায় না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball