promotional_ad

পরেরবার এমন আম্পায়ারিং মোকাবেলার প্রস্তুতি নিয়ে আসব: হারমানপ্রীত

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৯ এপ্রিল ২৫
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

আম্পায়ারের আউটের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্প উড়িয়ে দিলেন হারমানপ্রীত কৌর। ম্যাচ শেষেও আম্পায়ারিং নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন ভারতের অধিনায়ক। পরেরবার বাংলাদেশে আসার আগে এমন আম্পায়ারিং মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে আসতে চান হারমানপ্রীত।


ঘটনাটি ঘটে ম্যাচের ৩৪তম ওভারের চতুর্থ বলের। নাহিদা আক্তারের ফুল লেংথ ডেলিভারিতে সুইপ করেছিলেন ভারতের অধিনায়ক। তবে ব্যাটে-বলে ঠিকঠাক করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। বল হারমানপ্রীতের প্যাডে লাগা বল স্লিপে দাঁড়িয়ে তালু বন্দি করেন ফাহিমা খাতুন। জোরালো আবেদন করতেই আউট দেন অনফিল্ড আম্পায়ার তানভির আহমেদ।

কয়েকবার টিভিতে রিপ্লে দেখানো হলেও বোঝার উপায় ছিল ঠিক কি হয়েছে। আলট্রা এজ কিংবা রিভিউ সিস্টেম না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত এবং সাধারণ টিভি রিপ্লের উপরই ভরসা করতে হতো। টিভি আম্পায়ার মনিরুজ্জামান সিদ্ধান্ত বদলের যথেষ্ট প্রমাণ পাওয়ায় হারমানপ্রীতকে আউটের সিদ্ধান্ত বহাল রাখেন।


promotional_ad

এমন সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারেননি হারমানপ্রীত। যার ফলে সজোরে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন ভারতের অধিনায়ক। যে কারণে একটি স্টাম্প উড়ে গিয়ে অনেকটা দূরে পড়ে। সাজঘরে ফেরার সময় আম্পায়ারকে কিছু একটা বলতে বলতে মাঠ ছাড়ছিলেন হারমানপ্রীত।


টাই হওয়া ম্যাচের শেষে পুরস্কার বিতরণীতে গিয়ে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে পরেরবার এমন আম্পায়ারিং মোকাবেলার প্রস্তুতি নিয়ে বাংলাদেশে আসতে চান ভারতের অধিনায়ক। হারমানপ্রীত বলেন, ‘আমার মনে হয় এই খেলা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ক্রিকেটের বাইরেও শেখার আছে।’


‘যে ধরনের আম্পায়ারিং হচ্ছিলো তাতে আমরা সবাই অবাক হয়েছি। পরেরবার যখন আমরা বাংলাদেশে আসবো তখন আমরা নিশ্চিত করবো যে আমাদের এই ধরনের আম্পায়ারিং মোকাবেলা করতে হবে এবং আমাদের সেই অনুযায়ী প্রস্তুত হতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball