ম্যাচ বাঁচাতে বৃষ্টিতে চোখ হ্যাজেলউডের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
শেষবার ২২ বছর আগে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয়ের স্বাদ নিয়েছিল অস্ট্রেলিয়া। দুই দশকের সেই আক্ষেপটা এবার ঘুচানোর সুযোগ পেয়েছিল প্যাট কামিন্সরা। কিন্ত প্রথম দুই টেস্ট জয়ের পরেও সিরিজ নিয়ে দুশ্চিন্তায় পরেছে অজিরা। তৃতীয় টেস্ট পরাজয়ের পর, এবার চতুর্থ ম্যাচেও দিশেহারা টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার ম্যাচ বাঁচাতে নিজেদের পারফরম্যান্স নয়, বরং বৃষ্টির দিকে তাকিয়ে আছেন অজিরা। সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন জস হ্যাজেলউড।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ বাঁচাতে বড় কিছুই করতে হবে সফরকারীদের। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ছিল চার উইকেট হারিয়ে ১১৩ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৫৯২ রান। এখনও ১৬২ রানে পিছিয়ে আছে দলটি। হাতে আছে এখনও দুদিন।
অজিদের হয়ে ম্যাচের হাল ধরার চেষ্টা করে যাচ্ছে মার্নাস ল্যাবুশেন, ৮৮ বলে ৪৪ রান করে এখনও উইকেটে আছেন তিনি। তাকে সঙ্গ দিতে অন্য প্রান্তে আছেন মিচেল মার্শ, ২৭ বল খেলে মাত্র এক রান করে লড়াই চালিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। তবে শুধুমাত্র এই লড়াই কাজে দেবে না, অজি পেসার হ্যাজেলউডের কথায় সেটাই স্পষ্টভাবে উঠে এসেছে।

'বৃষ্টির জন্য কয়েকটি ওভার বাদ গেলে আমাদের কাজটা একটু সহজ হবে, যেটা দুর্দান্ত হবে এবং এটা স্পষ্ট ব্যাপার।' এসময় আবহাওয়া নিয়ে তিনি বলেন, 'আমি খুব খুশি হব। এটি একটি পূর্বাভাস, কিন্তু পূর্বাভাস যে কোনও সময় পরিবর্তিত হতে পারে। বৃষ্টি এবং আলো ক্রিকেটে একটি বড় ভূমিকা পালন করে এবং সর্বদা সেটাই হয়ে আসছে।'
হ্যাজেলউড প্রথম ইনিংসে পেয়েছিলেন পাঁচ উইকেট। কিন্ত নিজেদের আক্রমণাত্মক ব্যাটিংয় স্বাগতিকরা ম্যাচ জয়ে নিজেদের অবস্থান জোরালো করেছেন বেন স্টোকসরা। ফলে নিজের পাঁচ উইকেট পাওয়া ম্যাচেও নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন এই অজি পেসার।
তিনি বলেন, 'আমরা অনেক পিছিয়ে (ম্যাচে) আছি, আপনি স্কোরবোর্ডে দেখতে পাচ্ছেন। আমরা সেখানে বেশ পিছিয়ে আছি এবং এটা সহজেই দেখা যাচ্ছে।'