জয় শাহ আগেভাগে সূচি ঘোষণা করে দেয়ায় নাখোশ পিসিবি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১৯ এপ্রিল ২৫
এশিয়া কাপের সময়সূচি নিয়ে জলঘোলা তো আর কম হলো না। অবশেষে ১৯ জুলাই প্রকাশিত হয় কাঙ্ক্ষিত সেই সূচি, এখন সেটা নিয়েই বেধেছে নতুন সমস্যা। সূচিটি প্রকাশ করার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি), এরপর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। কিন্তু টুইটারে আগেভাগেই এসিসি সভাপতি জয় শাহ সূচি প্রকাশ করে দেন। এমন ঘটনায় চটেছে পিসিবি, তবে এসিসি বলছে ভুলের কারণে হয়েছে এই সমস্যা।
পিসিবি গত ১৯ জুলাই সন্ধ্যায় লাহোরে এশিয়া কাপের ট্রফি উন্মোচন এবং সময়সূচী ঘোষণা করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। যেখানে কয়েকজন সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং জাকা আশরাফসহ পিসিবির ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সদস্যরা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠান শুরুর আধা ঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়ায় সূচি ঘোষণা করেন জয় শাহ।

এসিসির সঙ্গে পিসিবির কথা ছিল, লাহোরে অনুষ্ঠান শুরু হওয়ার পাঁচ মিনিট পর যেন তারা টুর্নামেন্টের সময়সূচী প্রকাশ করে। কিন্ত অনুষ্ঠান শুরু হওয়ার আধঘণ্টা আগেই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে, জয় শাহ নিজের সোশ্যাল মিডিয়ায় সূচি ঘোষণা করেছিলেন। যা পিসিবির অনুষ্ঠানটির মূল্য অনেকটাই নষ্ট করে দিয়েছিল।
বিষয়টি নিয়ে এসিসির কাছে অসন্তোষ প্রকাশ করেছিল পিসিবি, কিন্ত তারা জানিয়েছেন ঘটনাটি একটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। মূলত পাকিস্তানের সঙ্গে ভারতের ঘড়ির সময় একই না হওয়ায়, এই সমস্যা হয়েছে বলে জানান তারা।
এসিসির ব্যাখ্যা ছিল, 'সময়ের পার্থক্যের জন্য এমন ভুল বোঝাবুঝি হয়েছে, আসলে ব্যাপারটা হলো, ভারতের সময় পাকিস্তানের চেয়ে আধাঘণ্টা এগিয়ে, তাই জয় শাহের ঘোষণা দেওয়ার সময় নিয়ে এই সমস্যা হয়েছিল।'
আগামী ৩০ আগস্ট মুলতানে পর্দা উঠবে এশিয়া কাপের। প্রথম ম্যাচেই স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। বাংলাদেশ অবশ্য নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। মাঝে দুদিনের বিরতির পর পাকিস্তানে খেলবে টাইগাররা। লাহোরে ৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।