promotional_ad

ফারজানার ঐতিহাসিক সেঞ্চুরিতে বাংলাদেশের পুঁজি ২২৫

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের

১৯ এপ্রিল ২৫
পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের, ফাইল ফটো

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ফারজানা হক। বাংলাদেশ নারী দলের এই ওপেনারের ঐতিহাসিক এই সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে চার উইকেটে ২২৫ রানের লড়াকু সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ক্যারিয়ারে এটিই ফারজানা হকের প্রথম সেঞ্চুরি। নারী ক্রিকেটে ওয়ানডেতে এটাই বাংলাদেশের হয়ে করা প্রথম সেঞ্চুরি। এদিকে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এটি, আর দেশের মাঠে এটিই সর্বোচ্চ।


মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই রয়েসয়ে খেলতে থাকেন দলটির দুই ওপেনার শামিমা সুলতানা এবং ফারজানা।


দুজন মিলে দেখেশুনে দলের রান বাড়াতে থাকেন। দেখেশুনে খেলতে খেলতে হাফ সেঞ্চুরি তুলে নেন শামিমা। যদিও হাফ সেঞ্চুরি করে বেশীক্ষণ টিকতে পারেননি তিনি। ৭৮ বলে ৫২ রানের ইনিংসটির সমাপ্তি ঘটান স্নেহ রানা।


promotional_ad

রানার বলে মিড অফে হারমানপ্রিত করের কাছে ক্যাচ তুলে শামিমা বিদায় নিলে ৯৩ রানের উদ্বোধনী জুটিটি ভাঙে। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে শুরুর জুটিতে এর চাইতে বেশি রান আছে আর কেবল একটি জুটির। ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শারমিন আক্তার ও শুকতারা রহমান যোগ করেন ১১৩ রান।


এরপর নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে দলের রান বাড়াতে থাকেন ফারজানা, তিনিও তুলে নেন হাফ সেঞ্চুরি। দলীয় ১৬৪ রানের মধ্যে বিদায় রানার দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন নিগার।


বাংলাদেশের অধিনায়কের ব্যাটে আসে ৩৬ বলে ২৪ রানের ইনিংস। রানার বলে স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন নিগার। ৭১ রানের এই জুটি ভাঙার পর চটজলদি বিদায় নেন রিতু মনিও (২)। তারপর সোবহানা মোস্তারির সঙ্গে বাকি সময়টা পার করেন ফারজানা।


এই দুজনের ব্যাটে ৪৭তম ওভারে দুইশ পেরিয়ে যায় বাংলাদেশ। পরের ওভারের শেষ বলে শেফালি ভার্মার বলে চার মেরে ১৫৬ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান ফারজানা। ইনিংসের শেষ বলে সেই শেফালির থ্রো'তেই রানআউট হওয়ার আগে ১৬০ বলে ১০৭ রানের ইনিংস খেলেন তিনি।


বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এটিই অবধারিতভাবে সর্বোচ্চ রানের ইনিংস। আগেরটি যৌথভাবে সালমা খাতুন ও রুমানা আহমেদের দখলে ছিল। ভারতের বিপক্ষেই ২০১৩ সালে আহমেদাবাদে ৭৫ রান করেছিলেন সালমা, আর পরের ম্যাচেই সেটি স্পর্শ করেন রুমানা। লম্বা সময় পর তাদের ছাড়িয়ে গেলেন ফারজানা।


শেষপর্যন্ত অপরাজিত ছিলেন সোবহানা। তার ২২ বলে খেলা ২৩ রানের ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। ৪৫ রান খরচায় দুই উইকেট নিয়ে ভারতের সেরা বোলার রানা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball