উইকেট নেয়ার পর লিটনকে ম্যাচেও হারালেন সাকিব
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ডাকের মালিক বনে গেলেন সাকিব
১০ ঘন্টা আগে
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে লিটন দাসের সারে জাগুয়ার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের মন্ট্রিয়েল টাইগার্স। ম্যাচটিতে লিটন দাসকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন সাকিব, শেষ হাসিও হেসেছেন তিনি।
টস হেরে ব্যাটিংয়ে নামা সারের হয়ে ব্যাটিং ওপেন করেন লিটন ও অ্যালেক্স হেলস। প্রথম ওভারেই কার্লোস ব্র্যাথওয়েটকে ছক্কা মেরে শুরু করেন লিটন। অপরপ্রান্তে দাঁড়ানো হেলস অবশ্য এক রান করেই আউট হয়ে যান দ্বিতীয় ওভারে।

লিটনও আর হাত খুলে মারতে পারেননি। পঞ্চম ওভারে সাকিবের প্রথম তিন বলেই টার্ন এবং বাউন্সে অস্বস্তিতে পড়েন লিটন। চতুর্থ বলটিতে একটু জায়গা বানিয়ে খেলার চেষ্টা করতে গিয়েই কাভারে ধরা পড়েন লিটন। ১১ বলে ৯ রান করেন তিনি।
‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন
২২ মে ২৫
লিটনের পর কানাডার পারগাত সিং ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডকেও আউট করেন সাকিব। ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলারও তিনি। এরপর দলটির অধিনায়ক ইফতিখার আহমেদের ৪৪ বলে ৪০ এবং ওমানের জাতিন্দার সিংয়ের ১৫ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে ১৩৬ রান রান তোলে সারে।
বোলিংয়ের পর ব্যাটিংয়েও চমক দেখান সাকিব। তিনে নেমে দ্বিতীয় বল খেলেই চার মারেন, আর পরের বলে মারেন ছক্কা। সেই ওভারে আরেকটি চার মারেন তিনি। এরপরের এক ওভারে আবারও দুটি চার মারেন তিনি।
১৩ বলে ২৬ রানের ক্যামিও খেলা সাকিবকে বিদায় করেন নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিচানের বলে। ম্যাচে ২২ বলে ২৮ রানের আরেকটি কার্যকরি ইনিংস খেলেন নেপালের দিপেন্দ্র সিং আইরি। তারপর ১৯তম ওভারে টানা দুই ছক্কায় ম্যাচ শেষ করেন ব্র্যাথওয়েট। ৩১ বলে অপরাজিত ২৮ রান করে ম্যাচসেরা হন দিলপ্রিত সিং।