promotional_ad

কোহলির সেঞ্চুরিতে ভারতের বড় সংগ্রহ, লড়ছে ক্যারিবিয়ানরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ

১৯ এপ্রিল ২৫
আইসিসি

দেশের বাইরে টেস্ট সেঞ্চুরির দীর্ঘ অপেক্ষাও শেষ হয়েছে বিরাট কোহলির। নিজের আন্তর্জাতিক ৫০০তম ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের এই মেগাস্টার। প্রায় সাড়ে চার বছর পর পাওয়া কোহলির সেঞ্চুরিতে বেশ সুবিধাজনক অবস্থানে আছে ভারত। পোর্ট অব স্পেন টেস্টের প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৪৩৮। দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত ৪১ ওভার ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ করেছে এক উইকেটে ৮৬ রান। স্বাগতিকরা পিছিয়ে আছে আরও ৩৫২ রানে।


২৯তম টেস্ট সেঞ্চুরি পেতে দ্বিতীয় দিনে মাত্র ১৩ রান লাগতো কোহলির। ১৮০তম বলে কাঙ্খিত সেই সেঞ্চুরি তুলে নেন তিনি। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৭৬তম সেঞ্চুরি। তার সেঞ্চুরির পর হাফ সেঞ্চুরি পান রবীন্দ্র জাদেজাও।


promotional_ad

এই দুজন দলের রানের খাতায় যোগ করেন ১৫৯ রান। কোহলির বিদায়েই ভাঙে এই জুটি। আলজারি জোসেফের সরাসরি থ্রো তে রান আউট হন কোহলি। ফেরার আগে করেন ২০৬ বলে ১২১ রান। দারুণ ধৈর্য নিয়ে খেলা এই ইনিংসে ছিল ১১টি চারের মার।


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৯ এপ্রিল ২৫
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

কোহলি ফেরার একটু পর অবশ্য জাদেজাও ফিরে যান। ১৫২ বলে ৬১ রান করে কেমার রোচের বলে ফিরে যান জাদেজা। দলীয় ৩৯৩ রানে জাদেজার মতো উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ইশান কিশানও।


ভারতের রান সাড়ে চারশ'র কাছাকাছি পৌঁছায় রবিচন্দ্রন অশ্বিনের হাফ সেঞ্চুরিতে। ৭৮ বলে আটটি চারে ৫৬ রান করেন ভারতের এই অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন রোচ এবং জোমেল ওয়ারিক্যান।


এরপর ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও ত্যাগনারায়ন চন্দরপল ব্যাটিংয়ে নামেন উইকেট না হারানোর প্রতিজ্ঞা করে। যদিও দলীয় ৭১ রানে জাদেজার দারুণ এক ডেলিভারিতে বিদায় নেন চন্দরপল।


৯৫ বলে ৩৩ রানের ধৈর্যশীল এক ইনিংস খেলে বিদায় নেন তিনি। শেষ বিকেলে আর উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। ১২৮ বলে ৩৭ রানে অপরাজিত আছেন ব্র্যাথওয়েট। ২৫ বলে ১৪ রানে অপরাজিত আছেন কার্ক ম্যাকেঞ্জি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball