বেয়ারস্টোর আক্ষেপের পর উডে দিশেহারা অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরিতে দেশে ফিরেছেন শর্ট, বদলি ম্যাকগার্ক
১১ ঘন্টা আগে
‘বাজবল’ ক্রিকেটের আসল সৌন্দর্যে চাপা পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া। জনি বেয়ারস্টোর সেঞ্চুরি মিসের আক্ষেপের দিনে আগ্রাসী ক্রিকেটে ৫৯২ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হওয়া অজিরা মার্ক উডের তোপে পড়ে দ্বিতীয় ইনিংসে করেছে চার উইকেটে ১১৩ রান। ইনিংসে পরাজয় এড়াতে আরও ১৬২ রান প্রয়োজন অস্ট্রেলিয়ার। উইকেটে আছেন নির্ভরতার প্রতীক মারনাস ল্যাবুশেন।
আগের দিন বিকেলের মতো তৃতীয় দিন সকালেও রয়েসয়ে ব্যাট চালান হ্যারি ব্রুক এবং বেন স্টোকস। দেখেশুনে ব্যাটিং করে স্টোকস তুলে নেন হাফ সেঞ্চুরি। এই জুটি ইংল্যান্ডের রানের খাতায় যোগ করে মোট ৮৬ রান।

৭৪ বলে ৫১ রান করা স্টোকসকে বোল্ড করে এই জুটি ভাঙেন প্যাট কামিন্স। তারপর উইকেটে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নেন বেয়ারস্টো। আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকেন তিনি। অপরপ্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নেন হেডিংলি টেস্ট জেতানো ব্রুক।
ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি
৩ ঘন্টা আগে
হাফ সেঞ্চুরির পর বেশীক্ষণ থাকেননি তিনিও। ১০০ বলে ৬১ রান তুলে হ্যাজেলউডের বলে ফিরে যান তিনি। নিজের পরের ওভারে ক্রিস ওকসকে শূন্য রানে ফেরান হ্যাজেলউড। একদিকে ইংলিশ ব্যাটাররা যখন যাওয়া আসা করছিল, আরেকদিকে তখন চার-ছক্কা হাঁকানোয় ব্যস্ত ছিলেন বেয়ারস্টো।
শেষ পর্যন্ত ৮১ বলে দশটি চার ও চারটি ছক্কায় ৯৯ রানে অপরাজিত ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। মূলত আরেক প্রান্ত থেকে হ্যাজেলউডের তোপের কারণে সেঞ্চুরি হাঁকাতে পারেননি তিনি। ১২৬ রান খরচায় পাঁচ উইকেট নেন হ্যাজেলউড। সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হয় হ্যাজেলউডকে।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে উডের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। উসমান খাওয়াজা ১৮, স্টিভ স্মিথ ১৭ এবং ট্রাভিস হেড ১ রানে ফিরে গেছেন উডের বলে। কেবল ডেভিড ওয়ার্নারের উইকেটটি নিয়েছেন প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া ওকস। অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ দিন শুরু করবেন ল্যাবুশেন (৪৪*) এবং মিচেল মার্শ (১*)।