মেয়েদের ফিটনেস ও মানসিকতায় ঘাটতি দেখছেন তিলকারত্নে

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ
৭ ঘন্টা আগে
বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা ব্যাটিং ব্যর্থতা। বোলাররা প্রতিপক্ষকে অল্পতে আটকে দিলেও বেশিরভাগ সময়ই সেটার সদ্ব্যবহার করতে পারেন না বাংলাদেশের ব্যাটাররা। সেই সঙ্গে দেখা মেলে না বড় ইনিংসও। এ সবকিছুর জন্য মেয়েদের ফিটনেস ও মানসিকতায় ঘাটতি দেখছেন প্রধান কোচ হাশান তিলকারত্নে।
সবশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ ওভারে মাত্র ৪১ রান করতে হতো নিগার সুলতানা জ্যোতির দলকে। বলের চেয়েও এক রান কম করতে হতো স্বাগতিকদের। এমন সমীকরণের ম্যাচে ৭ উইকেট হারিয়ে ৩৭ রান করেছিল বাংলাদেশ। ম্যাচটি ৩ রানে হারলে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয় জ্যোতির দলকে।
লম্বা সময় পেরিয়ে গেলেও দূর হয়নি বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। ভারতের বিপক্ষে চলমান সিরিজেও ব্যাট হাতে হতাশ করেছেন টাইগ্রেস ব্যাটাররা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিততে ২০ ওভারে ৯৬ রান করতে হতো বাংলাদেশকে। জ্যোতির ব্যাটে জয়ের পথেই ছিল স্বাগতিকরা। তবে শেষ দিকে আবারও সেই ব্যাটিং ধস।

মাত্র ১ রান তুলতে ৫ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৮ রানে ম্যাচ হারে বাংলাদেশের মেয়েরা। এমনটা না হলেও টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিতে পারতো জ্যোতির দল। এদিকে দ্বিতীয় ওয়ানডেতে ২২৯ রান তাড়া করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারায় মেয়েরা। সেখান থেকে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন ফারজানা হক পিংকি এবং রিতু মনি।
হাফ সেঞ্চুরির আগে ৪৭ রানে ফারজানা আর ২৭ রানে ফিরে যান রিতু। এরপরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে। ৩ উইকেটে ১০৬ রান তোলা বাংলার মেয়েরা অল আউট হয় ১২০ রানে। তাতে ১০৮ রানের বড় ব্যবধানে হারতে হয়। ফারজানা ও রিতু আরও বড় ইনিংস খেলতে পারলে ম্যাচটি কঠিন হতে পারতো ভারতের জন্য। সেটা পারার জন্য মেয়েদের ফিটনেস ও মানসিকতায় ঘাটতি দেখছেন প্রধান কোচ।
তিলকারত্নে বলেন, ‘আমার মনে হয়, ব্যাটাররা টেকনিক্যালি ভালো। কাছ থেকে পর্যবেক্ষণ করলে বোঝা যায়, তারা যে টেকনিক্যালি ভালো। তবে তাদের মানসিকতা বড় ইনিংস খেলার জন্য প্রস্তুত নয়। তাদের সঙ্গে এটি নিয়ে কাজ করতে হবে।’
ভারত সিরিজের আগে প্রধান ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে ইয়ান ডুরান্টকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষ হওয়ার পর মেয়েদের নিয়ে ৬ সপ্তাহের ফিটনেস ক্যাম্প করবেন লম্বা সময় ইংল্যান্ড নারী দলের হয়ে কাজ করা ডুরান্ট। সেটার পর নিগারদের ফিটনেসের সমস্যা কেটে যাবে বলে মনে করেন তিলকারত্নে।
বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘এছাড়া ফিটনেসও গড়পড়তার নিচে। আমাদের এখন নতুন ট্রেনার (প্রধান ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ইয়ান ডুরান্ট) আছে, ইংল্যান্ড থেকে এসেছে। সে কাজ করছে। এই সিরিজের পর একটা ৬ সপ্তাহের ফিটনেস ক্যাম্প হবে। আমি নিশ্চিত, তাদের (ফিটনেস) ঠিক হবে।’