promotional_ad

দুর্দান্ত তাসকিন, রাজায় জিতল বুলাওয়ে

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্ট দলে ডাক পেলেন তানজিম, নেই তাসকিন

৮ এপ্রিল ২৫
সাদা পোশাকে তানজিম হাসান সাকিব

সিকান্দার রাজার ব্যাটিং ঝড়ের মাঝে খানিকটা ব্যাটিংয়ের সুযোগ পেলেন তাসকিন আহমেদ। তিন বলে বেশি অবশ্য খেলতে পারলেন না তিনি। ফেরার আগে অবশ্য একটি চার মেরে গেছেন তাসকিন। বাংলাদেশের এই ক্রিকেটার কাজটা যেহেতু বোলিংয়ে তাই তাকে মাপাও হবে সেটি দিয়েই। রাজার ঝড়ে ১২৮ রানে পুঁজি পায় বুলাওয়ে ব্রেভস।


সেই রান ডিফেন্ড করতে নেমে প্রথম ওভারেই তাসকিনের হাতে বল তুলে দিলেন বুলাওয়ের অধিনায়ক রাজা। অধিনায়কের আস্থার প্রতিদান দিতেও ভুল করলেন না বাংলাদেশের এই পেসার। ইনিংসের চতুর্থ বলেই ফিরিয়ে দিলেন ভারতের রবিন উথাপ্পাকে। তাসকিনের সেই ওভারে এক উইকেট নিতে খরচ করতে হলো মোটে এক রান।


promotional_ad

কোটার শেষ ওভার করানোর জন্য তাসকিনকে নবম ওভারে ডেকেছিলেন রাজা। লুক জংওয়ের কাছে চার খাওয়া তাসকিন সেই ওভারে দিয়েছেন ৬ রান। সব মিলিয়ে জিম-আফ্রো টি-টেন লিগে নিজের প্রথম ম্যাচে সব মিলিয়ে দুই ওভারে ৭ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। তাসকিনের এমন পারফরম্যান্সের দিনে হারারে হারিকেনসকে ৪৯ রানে হারিয়েছে বুলাওয়ে।


আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারায় বুলাওয়ে। তবে তিনে নেমে এক প্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক রাজা। শেষ পর্যন্ত তিনি একাই বুলাওয়েকে টেনেছেন। দলটির অধিনায়ককে সঙ্গ দিতে পারেননি আর কেউই। টিনোতেন্ডা মাপোসার বলে ফাইন লেগ দিয়ে ছক্কা মেরে ২৫ বলে হাফ সেঞ্চুরি করেছেন রাজা।


শেষ পর্যন্ত ৩০ বলে ৬১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন বুলাওয়ের অধিনায়ক। ইনিংসটি খেলতে পাঁচটি ছক্কা ও চারটি চার মেরেছেন রাজা। হারারের হয়ে ব্রেন্ডন মাভুতা তিনটি এবং নান্দ্রে বার্জার ও মাপোসা নিয়েছেন দুটি করে উইকেট।


১২৯ রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইয়ন মরগানের হারারে। দলটির হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন মোহাম্মদ নবি। এ ছাড়া জংওয়ে ২০ এবং ইরফান পাঠান করেছেন ১৫ রান। বুলাওয়ের হয়ে রাজা তিনটি এবং টাইমাল মিলস নিয়েছেন দুটি উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball