promotional_ad

মারুফার মাঝে ‘আগুন’ দেখছেন স্মৃতি মান্ধানা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের

১৯ এপ্রিল ২৫
পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের, ফাইল ফটো

বাংলাদেশ নারী দলের পেস বোলিংয়ে নতুন এক বিস্ময় মারুফা আক্তার। ক্রিকেট বিশ্বকে ইতোমধ্যেই নিজের প্রতিভার কথা জানান দিয়েছেন তিনি। ভারত নারী দল তো বটেই, বিশ্বের অন্যতম সেরা ব্যাটার স্মৃতি মান্ধানার প্রশংসাও এবার কুড়িয়েছেন মারুফা। মারুফার ভেতরে বড় ক্রিকেটার হওয়ার ‘আগুন’ দেখতে পাচ্ছেন স্মৃতি।


ভারতের বিপক্ষে চলতি সিরিজে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন মারুফা। টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিংয়ের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও তা অব্যাহত রাখেন মারুফা।


২৯ রানে ৪ উইকেট নিয়ে নারী ওয়ানডেতে প্রথমবার বাংলাদেশকে ভারতের বিপক্ষে জয় এনে দেন। পরের ম্যাচে অবশ্য হেরে যায় বাংলাদেশ। তারপরও অসাধারণ এক ডেলিভারিতে শুরুতেই বাংলাদেশকে উইকেট এনে দেন মারুফা।


promotional_ad

সিরিজ নির্ধারণী ম্যাচের আগের তাকে নিয়ে স্মৃতি বলেন, 'আমি বলব, সে খুব ভালো একজন ক্রিকেটার। গত ম্যাচ শেষে তার সঙ্গে খানিকটা কথা হয়েছে আমার। তাকে অভিনন্দন জানিয়ে বলেছি যে, তার পারফরম্যান্স আমাদের সবাইকেও দারুণ অনুপ্রাণিত করেছে।'


'তার বয়স কত, এটা কোনো ব্যাপার নয়। মাঠে যেভাবে সে নিজেকে উপস্থাপন করছে, (বোলিংয়ের পাশাপাশি) ফিল্ডিংয়ে যেভাবে সে নিজেকে মেলে ধরছে, তা অসাধারণ। তার ভেতরে ভালো ক্রিকেটার হয়ে ওঠার যে আগুন দেখেছি… আমি নিশ্চিত, সামনের পথচলায় সে বাংলাদেশের জন্য অসাধারণ একজন ক্রিকেটার হয়ে উঠবে।'


সবচাইতে বেশি নজর কেড়েছে মারুফার বোলিংয়ের ধরন এবং স্কিল। তার গতি এবং আগ্রাসন মনে ধরেছে স্মৃতির। নতুন বলে সুইংও আদায় করতে পারেন মারুফা এবং সেটি উইকেটের দুই পাশেই। এ ছাড়া নজরকাড়া ফিল্ডিংও উপহার দিচ্ছেন তিনি।


মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এই সিরিজের ম্যাচগুলো হয়েছে মন্থর এবং নিচু বাউন্সের উইকেটে। যা পেসারদের জন্য তেমন সহায়ক ছিল না। তবুও অনন্য ছিলেন মারুফা। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার গতিময় উইকেটে মারুফার আগুনে বোলিং দেখার আগ্রহ প্রকাশ করেন স্মৃতি।


তিনি আরও বলেন, 'তার অ্যাকশন একদমই আলাদা। সে যতটা জোরে বল করে, অ্যাকশনের কারণেই আরও দ্রুতগতির মনে হয়। তার রিলিজ পয়েন্ট থেকে আমাদের ধারণার চেয়ে আরেকটু বেশি স্কিড করে তার বল। তাই (ব্যাটারদের) আরেকটু বেশি প্রস্তুত থাকতে হয়।'


'এই ধরনের উইকেট অবশ্যই তাকে খুব একটা সহায়তা করছে না। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সে কেমন করে, দেখার অপেক্ষা থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball