promotional_ad

ক্রলির অনবদ্য ১৮৯, ‘বাজবল’ অব্যাহত রেখে ইংল্যান্ডের লিড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

অ্যাশেজ সিরিজে ২-২ এ সমতা ফেরানোর মিশনে ‘বাজবল’ ক্রিকেটই অব্যাহত রাখল ইংল্যান্ড। ম্যানচেষ্টার টেস্টে অস্ট্রেলিয়াকে ৩১৭ রানে অলআউট করে দ্বিতীয় দিন শেষে চার উইকেটে ৩৮৪ রান করে ফেলেছে দলটি। ওপেনার জ্যাক ক্রলির অনবদ্য দেড়শ পার করা ইনিংসেই এমন সংগ্রহ করেছে দলটি। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের লিড ৬৭ রানের।


আগের দিনই তিনশ ছুঁই ছুঁই সংগ্রহে ছিল অস্ট্রেলিয়া। দলীয় সংগ্রহকে ৩১৭ তে পৌঁছে দেন মিচেল স্টার্ক। ৯৩ বলে ৩৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই পেসার। এ দিন অস্ট্রেলিয়ার অবশিষ্ট দুটি উইকেট নেন ক্রিস ওকস এবং জেমস অ্যান্ডারসন। এই ইনিংসে ৬২ রান খরচায় পাঁচ উইকেট নেন ওকস।


নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে তৃতীয় ওভারেই বেন ডাকেটের উইকেট হারায় ইংল্যান্ড। ছয় বলে এক রান করা এই ওপেনারকে বিদায় করেন স্টার্ক। তার বলটি ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির গ্লাভসে চলে যায়।


promotional_ad

তারপর ১২১ রানের জুটি গড়েন ক্রলি এবং মঈন আলী। এই জুটিতে হাফ সেঞ্চুরি পান দুজনই। ক্যারিয়ারে ১৫তম হাফ সেঞ্চুরি হাঁকানো মঈন অবশ্য এরপর বেশীক্ষণ টিকতে পারেননি। স্টার্কের বলেই উসমান খাওয়াজার তালুবন্দি হন তিনি।


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

স্টার্কের করা শর্ট বলে মিড উইকেটে ক্যাচ তুলে দেন মঈন। ডানপাশে ঝাপিয়ে ক্যাচটি লুফে নেন খাওয়াজা। তারপর জো রুটের সঙ্গে ২০৬ রানের জুটি গড়েন ক্রলি। এই জুটিতে দুজনই ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন।


একসময় ওভার প্রতি ৫.৮ রান করে নিচ্ছিল ইংল্যান্ড। প্রতি ওভারেই দাপুটে ক্রিকেট খেলছিলেন এই দুই ব্যাটার। মাত্র ৯৩ বলে সেঞ্চুরি তুলে নেন ক্রলি। ২৫ বছর বয়সী এই ওপেনারের এটা চতুর্থ সেঞ্চুরি।


সেঞ্চুরির পরও আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকেন ক্রলি। অপরদিকে ক্যারিয়ারের ৫৯তম হাফ সেঞ্চুরি তুলে নেন রুট। আরেকটু রয়েসয়ে খেললে ডাবল সেঞ্চুরিও হাঁকাতে পারতেন ক্রলি। যদিও ক্যামেরন গ্রিনের বলে বোল্ড হয়ে ডাবলের দারপ্রান্ত থেকে ফিরতে হয়েছে তাকে।


ফেরার আগে ১৮২ বলে ২১টি চার ও তিনটি ছক্কায় ১৮৯ রান করেন এই ওপেনার। এর কয়েক ওভার পর ফিরে গেছেন ৯৫ বলে ৮৪ রান করা রুটও। মিডল স্টাম্পে আঘাত করে তাকে ফিরিয়েছেন জস হ্যাজেলউড।


ওল্ড ট্র্যাফোডে ইংল্যান্ডের হয়ে তৃতীয় দিন শুরু করবেন হ্যারি ব্রুক এবং বেন স্টোকস। ব্রুক ৪১ বলে ১৪ এবং স্টোকস ৩৭ বলে ২৪ রান করে দিনের বাকি সময়টা নিরাপদেই পার করেন। এ সময় অবশ্য রানরেট ৫.৩৩ এ নেমে যায় দলটির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball