promotional_ad

পাকিস্তানকে শ্রীলঙ্কাতে আতিথেয়তা দেবে আফগানিস্তান

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে

১৮ এপ্রিল ২৫
আইসিসি

কখনও সংযুক্ত আরব আমিরাত আবার কখনও ভারত, নিজেদের ঘরের মাঠের সিরিজগুলো এসব জায়গাতেই আয়োজন করে থাকে আফগানিস্তান। পাকিস্তান সিরিজ আয়োজনের জন্য অবশ্য শ্রীলঙ্কাকে বেছে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এমনটাই জানিয়েছে ডেইলি মিরর।


আন্তর্জাতিক মানের স্টেডিয়াম না থাকার সঙ্গে তালেবানদের দেশ পরিচালনা খানিকটা বিপাকে ফেলেছে আফগানদের। যে কারণে ঘরের মাঠে সিরিজ আয়োজন করার কথা থাকলেও নিজেদের দেশে খেলার সুযোগ পাচ্ছেন না রশিদ খান-মোহাম্মদ নবিরা।


promotional_ad

নিজেদের বেশিরভাগ ম্যাচগুলো দুবাই কিংবা শারজাহতে খেলে থাকে আফগানিস্তান। মাঝে কিছুদিন ভারতের দেরাদুনকেও নিজেদের ঘরের মাঠ বানিয়ে নিয়েছিল। এবার শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানকে আতিথেয়তা দেয়ার কথা ভাবছে আফগানরা।


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

১৪ মার্চ ২৫
আফগানিস্তান ও বাংলাদেশ দল

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে হাশমতউল্লাহ শাহিদীর দল। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ আয়োজনের জন্য শ্রীলঙ্কার সঙ্গে যোগাযোগ করছেন তারা।


যেখানে একটি ভেন্যুতে তিনটি ম্যাচ আয়োজন করার ব্যাপারে কথা হয়েছে। সূত্র অনুসারে নীতিগতভাবে নিজেদের স্টেডিয়াম ভাড়া দিতে সম্মত হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। পাকিস্তানকে লঙ্কা দ্বীপে আতিথেয়তা দেয়ার যথেষ্ট কারণও আছে আফগানিস্তানের।


আগামী মাসের শেষ দিকে শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এরপর অক্টোবরে ভারতের মাটিতে খেলতে হবে ওয়ানডে বিশ্বকাপ। এমন দুটি টুর্নামেন্টের প্রস্তুতির জন্য শ্রীলঙ্কাতে খেলাটা সুবিধাজনক হবে বলে মনে করেন টিম ম্যানেজমেন্ট।


যদিও শুরুতে সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারে সিরিজটি আয়োজনের কথা ভেবেছিল আফগানিস্তান। তবে প্রচণ্ড গরমের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। সব কিছু চূড়ান্ত হলে কয়েকদিনের মাঝেই ঘোষিত হতে পারে সিরিজের সূচি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball