ইমামের হাফ সেঞ্চুরিতে প্রথম সেশনেই জিতল পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যুবাদের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা
১৯ এপ্রিল ২৫
১৩১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে গতকাল শেষ বিকেলেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। গল টেস্টে তখন জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল শ্রীলঙ্কা। যদিও লঙ্কান স্পিনারদের দেখেশুনে খেলে পঞ্চম দিন সকালেই দলকে জয় এনে দিয়েছেন ইমাম-উল-হক। তার হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমের দল।
শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ছিল ৮৩ রান, হাতে ছিল ৭ উইকেট। ম্যাচটি জিততে চাই দ্রুত উইকেট নেয়ার বিকল্প ছিল না শ্রীলঙ্কার। ষষ্ঠ ওভারেই ব্রেকথ্রু পায় স্বাগতিকরা। প্??বাথ জয়াসুরিয়ার আর্ম বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে বিদায় নেন বাবর। ২৮ বলে ২৪ রান করা বাবর রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

ইমাম ও সাউদ শাকিলের জুটি দ্রুত ভাঙতে পারেনি শ্রীলঙ্কা। শাকিল এবং ইমাম দুজনই দারুণ কিছু শট খেলেন। ৩৮ বলে ৩০ রান করা এই ব্যাটারকে থামতে হয় মেন্ডিসের টার্ন করে বেরিয়ে যাওয়া বলে।
নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে
১৮ এপ্রিল ২৫
ইমাম একদিকে টিকে থাকলেও অন্যপ্রান্তে যেন কেউই সেভাবে সঙ্গ দিতে পারছিলেন না। জয়াসুরিয়াকে সুইপ করতে গিয়ে ফিরে যান ১০ বলে এক রান করা সরফরাজ আহমেদ। জয়ের কাছাকাছি দলকে নিয়ে ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ইমাম।
দলে জেতাতে ৮৪ বলে চারটি চার ও একটি ছকায় ৫০ রানে অপরাজিত ছিলেন ইমাম। শেষদিকে যখন চার রান লাগত, তখন ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করে আঘা সালমান।
প্রথম ইনিংসে ৩১২ রান করে শ্রীলঙ্কা। জবাবে সাউদ শাকিলের ডাবল সেঞ্চুরিতে ৪৬১ রান তোলে পাকিস্তান। এরপর ২৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। যদিও ইমামের হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত হারতেই হলো দলটিকে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী ২৪ জুলাই ভেন্যু কলম্বো।