এক বছর পর নিউজিল্যান্ড দলে ফিরলেন জেমিসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টিতে ফেরা হচ্ছে না হেনরির, বাদ পড়লেন জেমিসন
২২ মার্চ ২৫
মে মাসের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই নিউজিল্যান্ড। অবশেষে মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছে দলটি। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। এই উপলক্ষে ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এক বছরের বেশি সময় পর দলে ফিরেছেন কাইল জেমিসন।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অবশ্য বেশ কয়েক শীর্ষ খেলোয়াড়কে দলে রাখেনি এনজেডসি। ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল ও ইশ সোধি এ সময় ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলবেন।
এদিকে কিউই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট ও লেগ স্পিনার আদি অশোক। দুজনই নিউজিল্যান্ড ‘এ’ এবং ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।

ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সুপার স্ম্যাশের সর্বশেষ আসরে সর্বোচ্চ রান-সংগ্রাহক (৪২৪) ছিলেন ফক্সক্রফট। সাউথ আফ্রিকায় জন্ম নেয়া এই অলরাউন্ডার বল হাতে নেন ৯ উইকেট। এ ছাড়া নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা অশোক সুপার স্ম্যাশের সর্বশেষ মৌসুমে নিয়েছেন সাতটি উইকেট।
রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার
১৫ এপ্রিল ২৫চোটের কারণে স্বাভাবিকভাবেই দলে নেই দলটির দুই গুরুত্বপূর্ণ সদস্য কেন উইলিয়ামসন এবং মাইকেল ব্রেসওয়েল। তবে পিঠের চোট কাটিয়ে এক বছরের বেশি সময় পর দলে ফিরে সমস্ত আলো নিজের দিকে নিয়ে গেছেন জেমিসন।
এই ব্যাপারে নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘কাইল (জেমিসন) কঠোর পরিশ্রম করেছে, এ সফরের জন্য নিজেকে তৈরি করতে দারুণ উন্নতিও করেছে। কঠিন একটি বছরের পর এ সফরে তাকে দেখে আমরা আনন্দিত। আমরা সবাই তার বিশ্বমানের দক্ষতা সম্পর্কে জানি। আমি জানি সে দলে ফিরতে পেরে রোমাঞ্চিত।’
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ১৭ আগস্ট। সিরিজের বাকি দুটি ম্যাচ যথাক্রমে ১৯ ও ২০ আগস্ট। তিনটি ম্যাচের ভেন্যুই দুবাই। তারপর ডারহামে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ৩০ আগস্ট। তারপর ১, ৩ এবং ৫ সেপ্টেম্বর পরের ম্যাচগুলো যথাক্রমে ম্যানচেস্টার, বার্মিংহাম ও নটিংহামে হবে।
ইংল্যান্ড ও আরব-আমিরাত সফরের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, কাইল জেমিসন, জিমি নিশাম, রাচিন রবিন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট।
শুধু ইংল্যান্ড সফর- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি।
শুধু সংযুক্ত আরব-আমিরাত সফর- আদি আশোক, চ্যাড বাওয়েস, ডিন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কোল ম্যাককঞ্চি, হেনরি শিপলি, উইল ইয়াং।