দুই দেশে বাংলাদেশের দুই ম্যাচ, প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ
৭ ঘন্টা আগে
অনেকটা অপেক্ষার পর এশিয়া কাপের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। ঘরের মাঠ মুলতানে ম্যাচটি খেলবে পাকিস্তান। এদিকে টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ।
৩১ আগষ্ট সহ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। মাঝে দুদিনের বিরতি পেয়ে পাকিস্তানে খেলবে যাবেন সাকিব আল হাসান-তামিম ইকবাল। পাকিস্তানের লাহোরে ৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। অর্থাৎ গ্রুপ পর্বের দুই ম্যাচ দুই দেশে গিয়ে খেলতে হবে বাংলাদেশকে।

এদিকে গ্রুপ পর্বে সবচেয়ে হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে। দুটি দলই সুপার ফোর উঠতে পারলে আরও একবার দেখা যাবে এই তাদের লড়াই। আর যদি ভারত ও পাকিস্তান ফাইনাল খেলে তাহলে কয়েকদিনের ব্যবধানে তিনবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দল।
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
প্রতি গ্রুপের সেরা দুটি দল উঠবে সুপার ফোরে। গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স আপ হলেও বি২ হিসেবেই সুপার ফোরে খেলতে নামবে বাংলাদেশ। তাতে করে সুপার ফোরে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। যেখানে প্রথম ম্যাচ হতে পারে ৬ সেপ্টেম্বর লাহোরে পাকিস্তান কিংবা নেপালের বিপক্ষে। কারণ গ্রুপ এ থেকে ভারত সুপার ফোরে উঠলে তারা এ২ হিসেবে খেলবে।
বাংলাদেশের পরের দুই ম্যাচ খেলতে হবে পারে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন আর ‘এ’ গ্রুপের রানার্স আপের সাথে। ৯ ও ১৫ সেপ্টেম্বর হতে যাওয়া দুটি ম্যাচই কলম্বোতে মাঠে গড়াবে। ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে পর্দা নামবে এবারের এশিয়া কাপের।
এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি:
তারিখ | ম্যাচ | ভেন্যু |
৩০ আগস্ট | পাকিস্তান - নেপাল | মুলতান, পাকিস্তান |
৩১ আগস্ট | বাংলাদেশ - শ্রীলঙ্কা | ক্যান্ডি, শ্রীলঙ্কা |
২ সেপ্টেম্বর | ভারত - পাকিস্তান | ক্যান্ডি, শ্রীলঙ্কা |
৩ সেপ্টেম্বর | বাংলাদেশ - আফগানিস্তান | লাহোর, পাকিস্তান |
৪ সেপ্টেম্বর | ভারত - নেপাল | ক্যান্ডি, শ্রীলঙ্কা |
৫ সেপ্টেম্বর | আফগানিস্তান - শ্রীলঙ্কা | লাহোর পাকিস্তান |