promotional_ad

র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন সাকিব-নাসুম-লিটন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব

১৬ এপ্রিল ২৫
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব, ফাইল ফটো

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। পুরো সিরিজ জুড়ে অসাধারণ বোলিং করেছেন সাকিব আল হাসান। দারুণ বোলিং এবং ব্যাট হাতে কার্যকরী ইনিংসে সিরিজ সেরার পুরস্কার জিতেন তিনি। এবার র‍্যাঙ্কিংয়েও সুখবর পেলেন সাকিব। তার পাশপাশি স্পিনার নাসুম আহমেদও র‍্যাঙ্কিংয়ে এগিয়ে গেছেন। আর ব্যাট হাতে এগিয়ে গেছেন লিটন দাস।


আফগানিস্তানের বিপক্ষে বল হাতে দুই ম্যাচে চার উইকেট নেন সাকিব। তার নামের পাশে যোগ হয়েছে ৩২ রেটিং পয়েন্ট। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ১৬তে পৌঁছেছেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৬১৬।


আফগানদের বিপক্ষে মাত্র একটি উইকেট পেলেও দুই ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ ওভারে মাত্র ৩৫ রান দেন নাসুম। এমন পারফরম্যান্সে ১৭ ধাপ এগিয়ে ৫০ থেকে ৩৩ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি এই স্পিনার। সাকিব-নাসুম ছাড়াও উন্নতি হয়েছে তাসকিন আহমেদের। চার উইকেট পাওয়া এই পেসার এগিয়েছেন মোট ৩ ধাপ। ৩৫ থেকে ৩২ নম্বরে উঠে এসেছেন তিনি।


promotional_ad

এই সিরিজে পারফরম্যান্স কিছুটা গড়পড়তা মানের ছিল ফজল হক ফারুকির। আর তাই র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বর থেকে ৭-এ নেমেছেন আফগান এই পেসার।


আরো পড়ুন

বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ

৭ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নিজের নাম লেখার পর মেহেদী হাসান মিরাজ, পিসিবি

টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন লিটন। ২১ নম্বর থেকে যৌথভাবে ১৮তে উঠেছেন তিনি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সবার উপরে। এই সিরিজে আশানরুপ কিছু করতে না পারায় ছয় ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নেমে গেছেন নাজমুল হোসেন শান্ত।


টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সূর্যকুমার যাদবই। সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। বোলারদের মধ্যে শীর্ষে রশিদ খান। আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরেই আছেন সাকিব। দুই নম্বরে থাকা ভারতের হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার ব্যবধান ৩৮ পয়েন্ট।


এদিকে গত এক সপ্তাহে বিশ্ব ক্রিকেটে কোনো ওয়ানডে ম্যাচ ছিল না। একমাত্র টেস্ট ম্যাচটি খেলে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্টে সেঞ্চুরি করে তিন ধাপ এগিয়ে দশ নম্বরে উঠেছেন রোহিত শর্মা। ভারতের ব্যাটারদের মধ্যে তিনিই সবার উপরে।


এ ছাড়া অভিষেকে ১৭১ রানের অসাধারণ এক ইনিংস খেলেন ইয়াশভি জায়সাওয়াল। প্রথমবার র‍্যাঙ্কিংয়ে ঢুকেই ৭৩ নম্বর স্থানে বসেন তিনি। একই ম্যাচে ১২ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball