নিউজিল্যান্ড সফর- এসএ টোয়েন্টির সূচির বেড়াজালে সাউথ আফ্রিকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই ক্লাসেন
৭ এপ্রিল ২৫
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বেড়াজালে প্রায় সময়ই আন্তর্জাতিক ম্যাচগুলোকে পড়তে হচ্ছে সমস্যায়। নিজেদের ঘরোয়া লিগ নাকি আন্তর্জাতিক ম্যাচ, এমন সমীকরণে আরও একবার পড়ল সাউথ আফ্রিকা। নিজেদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি এবং জাতীয় দলের নিউজিল্যান্ড সফর প্রায় একই সময়ে পড়ায় চিন্তিত দেশটির ক্রিকেট বোর্ড। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি অবশ্য জোর দিয়েই জানিয়েছেন কোন অবস্থাতেই বাতিল করা হবে না জাতীয় দলের নিউজিল্যান্ড সফর। একইসঙ্গে এসএ টোয়েন্টিও চালিয়ে যেতে চায় তারা।
গতকাল (মঙ্গলবার) নিউজিল্যান্ড ক্রিকেট তাদের ঘরের মাঠের সূচি প্রকাশ করেছে। যেখানে প্রোটিয়ারা ক্রাইস্টচার্চে ২৯-৩১ জানুয়ারি পর্যন্ত তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ছাড়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মাউন্টের বে ওভালে ৪-৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি মাউন্ট মঙ্গানুইতে ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এদিকে চলতি বছরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির উদ্বোধনী আসর ছিল। ১০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল আসরটি। যা অস্ট্রেলিয়া সফরেরে সাথে সরাসরিভাবে সংঘর্ষ বাধায়। বছরের শুরুতে সিডনিতে টেস্টের পর প্রোটিয়ারা অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে ম্যাচ না খেলে এসএ টোয়েন্টিতে খেলার জন্য নিজ দেশে ফেরেন।
এমন সিদ্ধান্তে অবশ্য সমস্যায় মুখে পড়তে হয়েছিল প্রোটিয়াদেরই। প্রত্যাহার করা সেই সিরিজের জন্য আইসিসি বিশ্বকাপে তাদের সরাসরি অংশগ্রহণ নিয়ে ঝুঁকির মধ্যে পড়তে হয়। পরবর্তীতে তারা ঘরের মাঠে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় করে অংশগ্রহণের নিশ্চয়তা পায়।
এবারও একই সমস্যায় পড়তে হচ্ছে প্রোটিয়াদের। কেননা ১০ জানুয়ারির পর যেকোনো সময়ই শুরু হতে পারে এসএ টোয়েন্টি। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় এসএ টোয়েন্টিতে বড় সময় ধরে নাও দেখা যেতে পারে দেশটির বেশ কয়েকজন ক্রিকেটারকে! অথবা এসএ টোয়েন্টিতে খেলার জন্য জাতীয় দলের হয়ে টেস্ট নাও খেলতে পারেন কেউ কেউ
প্রধান নির্বাহী মোসেকি এই ব্যাপারে বলেন, 'বর্তমানে আমরা সফর বাতিলে ব্যাপারে কোনও বিবেচনা করছি না, কোনও অবস্থাতেই না। কিন্তু আপনি কল্পনা করতে দেখতে পারেন, আমাদের এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) সময়সূচী, লিগ এবং সঙ্কুচিত আন্তর্জাতিক সময়ের সাথে ভারসাম্য বজায় রাখা বেশ চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে।'
'আমাদের এখনও কয়েক মাস সময় আছে, আমাদের কোনও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এসএ টোয়েন্টির নিলাম সেপ্টেম্বরের শেষের দিকে হওয়ার কথা। সুতরাং এর উপর ভিত্তি করেই, আমাদের সিদ্ধান্ত নিতে হবে।'