জায়সাওয়ালকে প্রথম দেখেই মুগ্ধ হয়েছিলেন ভিলিয়ার্স

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘বাংলাদেশ নক আউটে যাওয়ার মতো দল না’, বলছেন ভিলিয়ার্স
১৫ ফেব্রুয়ারি ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরটি স্বপ্নের মতো গেছে ইয়াসভি জায়সাওয়ালের। ১৪ ম্যাচে ৬২৫ রান করেছিলেন তিনি। এর মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি। প্রথম শ্রেনির ক্রিকেটেও দুর্দান্ত ছিলেন তিনি। ১৬টি প্রথম শ্রেনির ম্যাচ খেলে ৮৪ গড়ে তার ব্যাট থেকে এসেছিল ২ হাজার ১৬ রান। এর মধ্যে ছিল ১০টি সেঞ্চুরি।
এমন দুর্দান্ত মৌসুম কাটানোর পর জাতীয় দলের দরজা খুলে যেতেও বেশি সময় নেয়নি জায়সাওয়ালের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে ৩৮৭ বলে ১৭১ রানের দারুণ এক ধৈর্যশীল ইনিংস খেলেছেন তিনি। তার রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টেস্টে ১৪১ রানের ব্যবধানে হারিয়েছে ভারত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়সাওয়ালকে নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন কিংবদন্তি প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। আইপিএলেই প্রথমবারের মতো জায়সাওয়ালকে দেখেছিলেন ভিলিয়ার্স। সেই সময়ই তিনি বুঝতে পেরেছিলেন এই ভারতীয় ব্যাটারের মধ্যে বিশেষ কিছু রয়েছে।
ভিলিয়ার্স বলেন, 'এমন প্রতিদিন হবে না যে একজন তরুণ টেস্ট খেলতে নেমে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে ফেলবে। আমি প্রথম তাকে আইপিএলে খেলতে দেখেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম তার মধ্যে বিশেষ কিছু রয়েছে। সে খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে। খেলার সময় মনে হবে তার হাতে অনেক সময় আছে। বলের গতি তাকে কোনো সমস্যায় ফেলতে পারে না। এমনকি যখন সে স্পিন খেলে মনে হয় তার হাতে অনেক সময় আছে।'
জায়সাওয়ালের মাঝে ভারতের ভবিষ্যৎ তারকা হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন ভিলিয়ার্স। বিশেষ করে ব্যাটিংয়ের ধরনের জন্যই তাকে অন্য ব্যাটারদের থেকে আলাদা মনে হয় ভিলিয়ার্সের। যেখানে অন্য ব্যাটারদের দেখে মনে হয় তাড়াহুড়ো করছেন সেখানে ধীর স্থির জায়সাওয়াল অন্যদের চেয়ে ভিন্ন।
জায়সাওয়াল সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, 'মনে হয় যে সে সিদ্ধান্ত নেয়ার আগে অনেক সময় পায়। যেখানে অন্য প্লেয়ারদের দেখে মনে হবে তারা তাড়াহুড়ো করছে। সে খুবই প্রতিভাবান তরুণ এবং সে ভারতের ভবিষ্যতের জন্য দারুণ সম্ভাবনা। প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছে দেখে আমি অনেক খুশি।'