ম্যানচেস্টার টেস্টে খেলবেন ওয়ার্নার, বাদ মারফি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
ম্যানচেস্টার টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মের সকল হিসাব-নিকাশ উড়িয়ে এই ম্যাচে খেলবেন দলটির ওপেনার ডেভিড ওয়ার্নার। একাদশে থাকছেন না বিশেষজ্ঞ কোনও স্পিনার।
একাদশে জায়গা ধরে রেখেছেন হেডিংলি টেস্টে সেঞ্চুরি হাঁকানো ইনফর্ম অলরাউন্ডার মিচেল মার্শ। ইনজুরি কাটিয়ে দলে ফেরা আরেক অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও খেলবেন এই ম্যাচে।

অর্থাৎ তিন বিশেষজ্ঞ পেসার এবং দুই অলরাউন্ডার মিলিয়ে ম্যানচেস্টারে পাঁচ পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে অস্ট্রেলিয়া। দলে বিশেষজ্ঞ কোনও স্পিনার না থাকায় প্রয়োজন হলে হাত ঘোরাতে পারেন স্টিভ স্মিথ, মারনাস ল্যাবুশেন এবং ট্রাভিস হেড।
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
একাদশ ঘোষণার সময় কামিন্স বলেন, 'আমরা টডকে পেয়ে দারুণ রোমাঞ্চিত। আমরা মনে করি সে দুর্দান্ত একজন স্পিনার। তবে আমি তাকে গত সপ্তাহের (হেডিংলি টেস্ট) উইকেটে কাজে লাগাতে স্বাচ্ছন্দ্যবোধ করব।'
'এই উইকেট পেস বোলিং সহায়ক। গতবার হোবার্টে আমরা একটি ম্যাচ খেলেছিলাম, যেখানে নাথানকে (লায়ন) একটি ওভারও বোলিং করতে হয়নি। এটা পুরোপুরি কন্ডিশনের ওপর বিবেচনা করে নেয়া সিদ্ধান্ত।'
ম্যানচেস্টার টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ- ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মারনাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড।