promotional_ad

জাতীয় দল থেকে বাদ পড়ে ‘ডিপ্রেশনে’ পৃথ্বী

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৯ এপ্রিল ২৫
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

একসময় শচিন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগদের সঙ্গে তুলনা করা হতো পৃথ্বী শ'কে। অথচ জাতীয় দলে সেভাবে থিতুও হতে পারেননি তিনি। বরাবরের মতো এবারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ভারতীয় দলে ডাকা হয়নি পৃথ্বীকে। দলে ডাক না পেয়ে হতাশাগ্রস্ত তিনি।


২০২০ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন পৃথ্বী। ২০২১ সালের জুলাইয়ের পর ওয়ানডেতেও ডাক পাননি তিনি। দল থেকে শেষবার কেন বাদ পড়েছেন, সেটার কারণও জানানো হয়নি পৃথ্বী কে।


এ কারণেই বেশ কষ্ট পাচ্ছেন ভারতের এই ওপেনার। জাতীয় দল থেকে বাদ পড়ে ইতোমধ্যেই ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যোগ দিয়েছেন তিনি।


promotional_ad

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পৃথ্বী বলেন, 'আমি যখন ভারতের স্কোয়াড থেকে বাদ পড়লাম, তখন আমি এর কারণও জানতে পারিনি। কেউ একজন বলছিল, ফিটনেসের কারণে বাদ পড়ছি। তবে এটা ঠিক, এরপর আমি বেঙ্গালুরুতে আসি, এনসিএতে সবগুলো টেস্টে পাশ করি। এরপর আবারও রান করি এবং টি-টোয়েন্টি দলে আবারও ডাক পাই।'


'তারপর আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দল থেকে বাদ পড়ি। এরপর অনেক হতাশ হয়েছিলাম, তবে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আমি তো বাদ পড়ে আর কিছু করতে পারি না। কারো সাথে তো আর মারামারি করতে পারি না।'


২৩ বছর বয়সী পৃথ্বী এখন পর্যন্ত ভারতের হয়ে ৫টি টেস্ট, ৬টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৩৩৯ রান, ওয়ানডেতে ১৮৯ রান করেছেন তিনি। নিজের খেলা একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হন।


বাদ পড়ার পর থেকে হতাশায় নিমজ্জিত হয়ে গেছেন পৃথ্বী। এমনকি কারো সঙ্গে বন্ধুত্ব করা বা কথা বলাতেও দ্বিধা কাজ করে তার। 'ডিপ্রেশনে' ভুগছেন বলেও খোলামেলা জানিয়ে দিয়েছেন আইপিএলে দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলা এই ওপেনার।


তিনি বলেন, 'আমি একা থাকতে পছন্দ করছি। আমার কোনও বন্ধু নেই। লোকজন আমাকে নিয়ে অনেক কথা বলে এখন। কিন্তু যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেমন! এই প্রজন্মের সাথে এটাই হচ্ছে। কারও সঙ্গে নিজের চিন্তা শেয়ার করতে পারছি না। যে মুহূর্তে আপনি কিছু বলবেন, সেটা পরের দিন সোশ্যাল মিডিয়ায় থাকবে। আমার খুব কম বন্ধু আছে। আমি ডিপ্রেশনে ভুগছি মনে হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball