promotional_ad

রিঙ্কুর আইডল ‘আইপিএল কিং’ রায়না

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে যেকোনো দলই ৩০০ করতে পারে: রিঙ্কু

২৭ এপ্রিল ২৫
কলকাতার রিটেইন করা ক্রিকেটার রিঙ্কু সিং, ফাইল ফটো

গত সপ্তাহেই এশিয়া গেমসের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দলে জায়গা পেয়েছেন রিঙ্কু সিং। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ খেলার সুফল পেয়েছেন তিনি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই ব্যাটার। এমনকি তার ক্রিকেটার হয়ে ওঠার পেছনে অবদান রাখা দুজনকে কৃতজ্ঞতা জানিয়েছেন রিঙ্কু। সেখানেই উঠে এসেছে সুরেশ রায়না ও হরভজন সিংয়ের নাম। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই ক্রিকেটার জানিয়েছেন তার আইডল রায়না।


promotional_ad

রিঙ্কু বলেন, 'সুরেশ রায়না আমার আইডল। আমি নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখি। সে আইপিএল কিং। সময় সুযোগ  মতো সবসময়ই তিনি আমাকে খুঁটিনাটি নানা পরামর্শ দেন। তিনি এবং ভাজ্জু পা (হরভজন সিং) আমার ক্যারিয়ারে অনেক সাহায্য করেছেন। তাদের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এত বড় বড় ক্রিকেটাররা বাহবা দিলে তো নিজেকে উন্নত করার ইচ্ছাটা আরও বেড়ে যায়।'


আরো পড়ুন

১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা

২৪ মে ২৫
বল হাতে সানরাইজার্সের জয়ের নায়ক প্যাট কামিন্স, বিসিসিআই

রিঙ্কুর ক্রিকেটার হয়ে ওঠার পথে অনেক বাধা বিপত্তি পার করেছেন। আইপিএলে ভালো খেলে জাতীয় দলের দরজায় প্রায় কড়া নাড়ছেন তিনি। যেদিন জাতীয় দলে খেলবেন সেদিন কেঁদে ফেলবেন বলে জানিয়েছেন রিঙ্কু। আপাতত তিনি বর্তমান নিয়েই থাকতে চান।


রিঙ্কুর ভাষ্য, 'সকলেই ভারতের জার্সি গায়ে চাপাতে চায়। আমি ভবিষ্যৎ নিয়ে বেশি কিছু ভাবতে চাই না, কারণ যত বেশি এসব নিয়ে ভাবব, তত চাপ বাড়বে। তবে হ্যাঁ পেশাদার ক্রীড়াবিদরা সবসময়ই নিজেদের দেশের হয়ে খেলতে মুখিয়ে থাকেন। আমি জানি আমায় জাতীয় দলের জার্সি গায়ে দেখে পরিবার, বাবা-মা আমার থেকেও বেশি খুশি হবেন।'


এই ব্যাটার আরও যোগ করেন, 'তারা তো এই দিনটারই অপেক্ষায় ছিলেন। তারা আমার পরিশ্রম দেখেছেন, সব কঠিন পরিস্থিতি পাড়ি দিয়ে আমার পাশে থেকেছেন। আমি যেদিন জাতীয় দলের জার্সি গায়ে চাপাব, সেইদিনটা তাদের জন্য উৎসর্গ করব। আমি নিজেও একটু আবেগপ্রবণ। আমি নিশ্চিত প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর পর আমার চোখের কোণেও জল আসবে। এই সফরটা সুদীর্ঘ এবং বেশ কঠিন ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball