promotional_ad

বাংলাদেশে সর্বোচ্চ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে সিনক্লেয়ার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৯ এপ্রিল ২৫
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের হয়ে গত বাংলাদেশ সফরে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন কেভিন সিনক্লেয়ার। এশিয়ার মাটিতে দারুণ পারফরম্যান্স করে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই স্পিন অলরাউন্ডার।


ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর সেখানেই নির্বাচকদের সুনজর পেয়েছেন সিনক্লেয়ার। গায়ানার ২৩ বছর বয়সী এই স্পিনার বাংলাদেশ সফরে তিনটি চারদিনের ম্যাচে নেন ১৩ উইকেট।


ব্যাট হাতেও অনন্য ছিলেন সিনক্লেয়ার। ৪৯.৬৬ গড়ে সেই সিরিজে রান করেছেন ১৪৯। প্রথম শ্রেণির ক্রিকেটে সবমিলিয়ে তার পারফরম্যান্সও বেশ আশা জাগানিয়া। ১৮টি ম্যাচে ২৩.৯৮ গড়ে এখন পর্যন্ত ৫৪টি উইকেট নিয়েছেন তিনি।


promotional_ad

সিনক্লেয়ারের ক্যারিয়ার সেরা বোলিং ৩৩ রান খরচায় ছয় উইকেট। ব্যাট হাতেও বেশ সাবলিল তিনি। নিচের দিকে ব্যাটিংয়ে নেমে ২৯.০৭ গড়ে ছয়টি হাফ সেঞ্চুরিসহ ৭৫৬ রান করেছেন এই অলরাউন্ডার।


ইতোমধ্যে অবশ্য জাতীয় দলের হয়ে সাতটি ওয়ানডে এবং ছয়টি টি-টোয়েন্টি খেলা হয়ে গেছে সিনক্লেয়ারের। টেস্টে জায়গা পেলেন এবারই প্রথম। তাকে জায়গা করে দিতে ক্যারিবিয়ানদের স্কোয়াড থেকে ছিটকে গেছেন মিডল অর্ডার ব্যাটার রেইমন রেইফার। অবশ্য দল থেকে বাদ পড়েও দলের সঙ্গেই থাকছেন রেইফার। ইনজুরি কাভার হিসেবে তাকে রাখা হচ্ছে।


ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঘুরে দাঁড়ানোর মিশনে প্রথম টেস্টের স্কোয়াড থেকে আর কোনো পরিবর্তন আনেনি তারা। পোর্ট অব স্পেইনে ২০ থেকে ২৪ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।


দ্বিতীয় টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড- কেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, অ্যালিক আথানেজ, ত্যাগনারায়ন চন্দরপল, রাহকিম কর্নওয়াল, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কার্ক ম্যাকেঞ্জি, কেভিন সিনক্লেয়ার, কেমার রোচ এবং জোমেল ওয়ারিক্যান।


ট্রাভেলিং রিজার্ভ- টেভিন ইমলাচ, আকিম জর্ডান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball