সালমান-শাকিলের কাউন্টার অ্যাটাকে পাকিস্তানের স্বস্তি

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘নতুন’ পাকিস্তানকে ১০-১৫ ম্যাচ সুযোগ দিতে বলছেন হারিস
২০ মার্চ ২৫
১০৫ রানে ৫ উইকেট, ফিরে গেছেন বাবর আজম, ইমাম উল হক, শান মাসুদ, সরফরাজ আহমেদরা। প্রবাথ জয়াসুরিয়ার ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তানকে টেনে তোলেন সৌদ শাকিল এবং আঘা সালমান। তাদের দুজনের কাউন্টার অ্যাটাকে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। ৫ উইকেটে ২২১ রান করা পাকিস্তান এখ???ও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে ৯১ রানে।
গলে শ্রীলঙ্কার করা ৩১২ রানের জবাব দিতে নেমে নিজেদের ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পাকিস্তান। কাসুন রাজিথার হাফ ভলিতে স্ট্রেইট ড্রাইভ করতে চেয়েছিলেন ইমাম উল হক। তবে সেটা ঠিকঠাক করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। কামিন্দু মেন্ডিস সহজ ক্যাচ নিলে মাত্র ১ রানে ফিরে যান ইমাম উল হক। এরপর অবশ্য প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আব্দুল্লাহ শফিক এবং মাসুদ।

যদিও তাদের জুটি বেশি বড় হতে দেননি জয়াসুরিয়া। বাঁহাতি এই স্পিনারের বলে সামনের পায়ে ডিফেন্স করতে চেয়েছিলেন আব্দুল্লাহ। তবে বাড়তি টার্ন থাকায় বল পাড়ি জমায় প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ধনাঞ্জয়া ডি সিলভার হাতে। তাতে ১৯ রানে ফিরে যেতে হয় ডানহাতি এই ওপেনারকে। শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করছিলেন মাসুদ।
সেটাও করছিলেনও ঠিকঠাকই। তবে তাকে ফিরিয়ে পাকিস্তানকে আরও বিপাকে ফেলেন রমেশ মেন্ডিস। ডানহাতি এই অফ স্পিনারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরের পথে হেঁটেছেন ৩০ বলে ৩৯ রান করা মাসুদ। বাবরকে বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি জয়াসুরিয়া। বাঁহাতি এই স্পিনারের লেংথ ডেলিভারিতে সামারাবিক্রমাকে ক্যাচ দেন ১৩ রান করা বাবর।
দ্রুত বিদায় নিয়েছেন সরফরাজও। লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে ১৭ রান করা পাকিস্তানের উইকেটকিপার ব্যাটারকে বিদায় করেন জয়াসুরিয়া। তাতে মাত্র ১০১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। সেখান থেকে কাউন্টার অ্যাটাকে পাকিস্তানকে ম্যাচে ফেরান শাকিল ও সালমান। শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন তারা দুজন।
শেষ বিকেলে ৬৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন শাকিল। আরেক ব্যাটার সালমান পঞ্চাশ ছুঁয়েছেন ৬৭ বলে। কাউন্টার অ্যাটাকে ১৪৮ বলে অবিচ্ছিন্ন ১২০ রানের জুটি গড়ে দিন শেষ করেন তারা দুজন। দিন শেষে শাকিল ৬৯ এবং সালমান ৬১ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার হয়ে জয়াসুরিয়া তিনটি, মেন্ডিস ও রাজিথা একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে ৬ উইকেটে ২৪২ রান নিয়ে খেলতে নেমে বাকি ৪ উইকেটে ৭০ রান যোগ করে শ্রীলঙ্কা। আগের দিন ৯৪ রানে অপরাজিত থাকা ধনাঞ্জয়া সেঞ্চুরি ছুঁয়েছেন ১৭৫ বলে। শেষ পর্যন্ত ডানহাতি এই ব্যাটার ফিরেছেন ১২২ রানে। বিশ্ব ফার্নান্দো অপরাজিত ছিলেন ২১ রানে। শ্রীলঙ্কার ৩১২ রানে অল আউট হওয়ার ম্যাচে তিনটি করে উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং আবরার আহমেদ।