সিরিজ হারের পর জরিমানার কবলে ট্রট-ওমরজাই

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ
৯ ঘন্টা আগে
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হেরে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে আফগানিস্তান। সিরিজ হারের পর আরেকটি দুঃসংবাদ পেয়েছে আফগানরা। দলটির প্রধান কোচ জোনাথন ট্রট ও অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে জরিমানা করা হয়েছে।
দুজনেরই ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দুজনই আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ানের অপরাধ করেছেন। বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ১৭ ওভারে। আফগানিস্তানের ইনিংসের ৭.২ ওভারের পরই নেমেছিল বৃষ্টি।

খানিকবাদে বৃষ্টি থেমে গেলেও মাঠ ভেজা থাকায় খেলা শুরু করতে দেরি হচ্ছিল। ম্যাচের বিরতির সময় অনফিল্ড আম্পায়াররা যখন পর্যবেক্ষণ শেষ করেন তখন জোনাথন ট্রট তাদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন। আম্পায়াররা তাকে জানান ম্যাচ শুরু করতে আরও দেরি হবে।
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
আম্পায়ারদের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি ট্রট। সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেখান। এই বিষয়টি ভালোভাবে নেননি আম্পায়াররা। ম্যাচ শেষে এই বিষয়ে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে অভিযোগও করেন দুই অনফিল্ড আম্পায়ার শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তানভির আহমেদ। এ কারণেই জরিমানা গুনতে হচ্ছে তাকে।
অন্যদিকে ওমরজাই ১৫তম ওভারের সময় তাওহীদ হৃদয়কে আউট করার পর তাকে ইঙ্গিত করে তেড়ে গিয়ে অশোভন আচরণ করেছিলেন। এটি আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ হয়েছে। এর ফলে তাকে জরিমানা করা হয়েছে।
ওমরজাই ও ট্রটের নামের পাশে যুক্ত হচ্ছে একটি করে ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এবারই প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট পেলেন তারা। দুজনই ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের দেয়া শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
এই ম্যাচে বাংলাদেশ অবশ্য স্বাচ্ছন্দ্যেই জিতেছে। ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এর আগে একমাত্র টেস্টে জেতার পর আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা।