promotional_ad

স্লো ওভার-রেটের শাস্তি কমায় খুশি খাওয়াজা

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ফিট থেকেও না খেলার অভিযোগ উড়িয়ে দিলেন খাওয়াজা

২১ মার্চ ২৫
সংবাদ সম্মেলনে উসমান খাওয়াজা

টেস্ট ক্রিকেটে স্লো ওভার-রেটের কারণে কখনও কখনও ম্যাচ ফি’র পুরোটা জরিমানা দিতে হয় ক্রিকেটারদের। তবে সেই নিয়মে বদল এনেছে আইসিসি। যার ফলে ক্রিকেটারদের জরিমানা করা হবে সর্বোচ্চ ৫০ শতাংশ। এমন নিয়ম করায় বেশ খুশি উসমান খাওয়াজা।


অ্যাশেজের এবারের মৌসুমে ব্যাপকভাবে জরিমানার মুখে পড়তে হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের। এজবাস্টনে দুই দলের ক্রিকেটাররা জরিমানা দিয়েছিলেন ৪০ শতাংশ করে। লর্ডসে সেটা বেড়েছিল আরও বেশি।


অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ৮০ শতাংশ এবং বেন স্টোকসের দলের ক্রিকেটারদের জরিমানা দিতে হয়েছিল ম্যাচ ফির পুরো অংশ। এমন নিয়ম নিয়ে বেশ হতাশ ছিলেন খাওয়াজা। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার জানান, নিজেদের সেরাটা দিয়ে মানুষকে আনন্দ দেয়ার পরও এমন জরিমানাটা হতাশাজনক।


promotional_ad

খাওয়াজা বলেন, ‘যা ঘটেছে তা নিয়ে আমি খুব হতাশ ছিলাম। আমি শুধু ভাবছিলাম কেউ একজন একটা উপায় বের করে আইসিসিকে বলা দরকার। আমরা তিনটা ম্যাচ খেলেছি এবং রেজাল্টের সঙ্গে তিনটাই খুব ভালো ম্যাচ ছিল।’


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

‘আনন্দ দিচ্ছি কিন্তু আমাদের ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে। এটা আসলে অনেক টাকা। খেলোয়াড় হিসেবে আমি খুবই হতাশ। আপনি আপনার সেরাটা দিচ্ছেন, আনন্দ দিচ্ছেন তারপর আপনি স্তব্ধ হয়ে যাচ্ছেন।’


কদিন আগে সাউথ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হয়েছে আইসিসির বার্ষিক সাধারণ সভা। যেখানে বেশ কিছু নিয়মের পরিবর্তন এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে প্রতি ওভার কম করার কারণে প্রতি খেলোয়াড়ের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হতো।


সেটা এখন নামিয়ে আনা হয়েছে মাত্র ৫ শতাংশে। যেটি সর্বোচ্চ ৫০ শতাংশ হতে পারে। এদিকে কোন দল যদি ৮০ ওভারের আগে অল আউট হয় তাহলে তাদের স্লো ওভার-রেটের শাস্তির মুখে পড়তে হবে না। যা আগে ছিল ৬০ ওভার। এমন সিদ্ধান্তে খুশি খাওয়াজা।


তিনি বলেন, ‘আমি এটার প্রশংসা করি যে আইসিসি ক্রিকেটারদের কথা শুনেছে। এটাই প্রথমবার আমি দেখলাম যে আইসিসি এমন কিছু করলো। মনে হয় এটা খুবই ভালো পদক্ষেপ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball