আয়ারল্যান্ড সফরে থাকছেন না দ্রাবিড়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্যামসনকে নিয়ে বিতর্কের জবাব দিলেন দ্রাবিড়
১৯ এপ্রিল ২৫
ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের দেখা পেয়েছে ভারত। প্রায় একমাস জুড়ে এই সফরে ভারত মোট দুটি টেস্ট, তিন ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। সফর শেষ করে সপ্তাহখানেক পরই দলটি উড়াল দিবে আয়ারল্যান্ডে। এরপরই আছে এশিয়া কাপ, তারপর ঘরের মাঠে বিশ্বকাপ। এমন ব্যস্ততার মধ্যে একটু বিশ্রাম তো প্রয়োজন! আর তাই ছুটিতে যাচ্ছে দলটির প্রধান কোচ রাহুল দ্রাবিড়সহ তার কোচিং স্টাফ।
আগামী ৩১ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। এর আগেই মানসিক এবং শারীরিকভাবে চাঙ্গা হয়ে ফেরার জন্য এরই মাঝে ভারতের কোচিং প্যানেলকে জানানো হয়েছে। এশিয়া কাপ শেষে দলটি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজসহ বেশ কয়েকটি ম্যাচ খেলার কথা রয়েছে। তারপর খেলবে ঘরের মাঠে বিশ্বকাপ।

দ্রাবিড়সহ দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরেশ মামব্রে এবং কোচিং স্টাফের অন্যান্য সদস্যরা আগামী মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটাতে দেশে ফিরবেন। সেই সময়ে ভারতের জাতীয় দল ক্যারিবিয়ানদের বিপক্ষে সফরের শেষ দুটি টি-টোয়েন্টি খেলবে।
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১৯ এপ্রিল ২৫
দ্রাবিড়ের কোচিং স্টাফ ছুটিতে থাকলে রোহিত শর্মাদের পরিচালনা করার জন্য থাকবেন জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ। দলটির প্রধান কোচ হবেন তিনি। সিতাংশু কোটাক ও হৃষীকেশ কানিটকারকে ব্যাটিং কোচ এবং ট্রয় কুলি ও সাইরাজ বাহুতুলেকে বোলিং কোচ হিসাবে পাবেন লক্ষ্মণ।
লক্ষ্মণ এর আগেও ভারতের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত জুনে তার অধীনে টি-টোয়েন্টি সিরিজের জন্য আয়ারল্যান্ড সফর করেছিল ভারত। আগামী মাসে তার অধীনে দলটি আবারও আয়ারল্যান্ডে সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে। ম্যাচগুলো হবে ১৮, ২০ এবং ২৩ আগস্ট।
আয়ারল্যান্ড সিরিজের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি ভারত। তবে সেই সিরিজে হার্দিক পান্ডিয়া থাকতে পারেন দলের নেতৃত্বে। দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার সাথে নতুন নির্বাচক প্রধান অজিত আগারকার দল নিয়ে সরাসরি আলোচনা করবেন। নতুন নির্বাচক কমিটি দ্রুতই ক্যারিবিয়ান সফরে দলের সঙ্গে যোগ দেবেন।