এশিয়া কাপে বাংলাদেশের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আফগানিস্তান

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ
৯ ঘন্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বেশ দাপট দেখিয়েই জিতেছে আফগানিস্তান। যদিও টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে তারা। মাসখানেক পর বাংলাদেশকে আবারও এশিয়া কাপে পাবে আফগানরা। আপাতত সেই ম্যাচের দিকে তাকিয়ে তাদের হেড কোচ জনাথন ট্রট।
বিশ্বকাপেও বাংলাদেশের বিপক্ষে খেলবে আফগানিস্তান। আগামী ৭ অক্টোবর ধর্মশালায় মুখোমুখি হবে দল দুটি। ভারত বিশ্বকাপে সেটি দুই দলেরই প্রথম ম্যাচ। গতকাল (১৬ জুলাই) বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে আসেন ট্রট।

সেখানেই তাকে মনে করিয়ে দেয়া হয়েছে বিশ্বকাপে দুই দলের মুখোমুখি হওয়ার কথা। ট্রট অবশ্য অতদূর ভাবতে নারাজ। আগে এশিয়া কাপে বাংলাদেশ বধের পরিকল্পনা করছেন তিনি। তার মতে, বিশ্বকাপে ভালো করার ছন্দ এশিয়া কাপেই খুঁজে পাবে আফগানিস্তান।
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
আফগানিস্তানের হেড কোচ বলেন, 'এশিয়া কাপ নিয়ে কি বলবেন? পরের লড়াই তো এশিয়া কাপে। আমরা এখন সেদিকে মনোযোগ দেব। এশিয়া কাপও তো গুরুত্বপূর্ণ খেলা। সূচি যদিও এখনও জানি না, ভেন্যু জানি না। তবে ওই লড়াইও রোমাঞ্চকর হবে।'
'এশিয়া কাপের পথ ধরেই বিশ্বকাপের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের পরবর্তী নজর সেদিকেই। এশিয়া কাপ যদি ঠিকঠাক পার করতে পারি, বিশ্বকাপেও সেই পথেই এগিয়ে যাওয়া যাবে। আমরা চেষ্টা করব এশিয়া কাপে ভালো খেলতে এবং জিততে। তাহলে সেটি বিশ্বকাপেও বাংলাদেশের ব??পক্ষে আমাদেরকে (জয়ের) সেরা সুযোগ তৈরি করে দেবে।'
এশিয়া কাপে একই গ্রুপে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। গত এশিয়া কাপেও একই গ্রুপে ছিল এই দুটি দল। সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল আফগানরা। এবারও এশিয়া কাপে বাংলাদেশকে হারাতে চায় তারা। যদিও ম্যাচটির তারিখ ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।