promotional_ad

‘এর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে’, বলছেন সাকিব

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ

৯ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে চার্ল ল্যাঙ্গাভেল্ট

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে বেশ ঊর্ধ্বমুখী বাংলাদেশের পারফরম্যান্স। গত কয়েক বছর তো বটেই, এই সংস্করণ শুরুর পর থেকেও বড় ধরনের কোনও সাফল্য পায়নি বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের চেহারা যেন পুরোপুরিই ভিন্ন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর যেন আত্মবিশ্বাসের তুঙ্গে পৌঁছে গেছে টাইগাররা। ম্যাচ শেষে কান্ডারি সাকিব আল হাসানের চোখে মুখে তাই তৃপ্তির পরিপূর্ণ ছাপ স্পষ্ট।


গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে এই সংস্করণে খেলার ধরন ও মানসিকতা বদলের তাগিদ দেখা যাচ্ছিল বাংলাদেশের ক্রিকেট পাড়ায়। এসবেরই বাস্তব রূপান্তর দেখা গেল গত কয়েক মাসে। শুরুটা হয়েছে গত বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে।


টাইগাররা হোয়াইটওয়াশ করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও। এ ছাড়া সিরিজ জয় এসেছে আয়ারল্যান্ডের বিপক্ষেও। সবমিলিয়ে টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব তাই দারুণ ফুরফুরে মেজাজে আছেন।


promotional_ad

তিনি বলেন, 'অবশ্যই এটা অনেক স্বস্তির যখন, আমরা যেসব করার চেষ্টা করছি, সেসব কাজে আসে বা কাজে লাগে, কিংবা পরিকল্পনাগুলির প্রতিফলন আমরা দেখছি যে মাঠে পড়ছে এবং ওই অনুযায়ী ক্রিকেটাররা বাস্তবায়ন করতে পারছে এবং ফলাফলও হচ্ছে, তখন এর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে।'


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

১৪ মার্চ ২৫
আফগানিস্তান ও বাংলাদেশ দল

এই বছর এই সংস্করণে ৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে ৭টিতেই! এক পঞ্জিকাবর্ষে জয়ের হার সবচেয়ে বেশি এই বছরই। এর আগে ২০২১ সালে ১১ টি ম্যাচ অবশ্য জিতেছিল বাংলাদেশ। তবে সেবার মোট ২৭ ম্যাচ খেলতে হয়েছিল তাদের।


সাকিব আরও বলেন, 'আমাদের কাজ হচ্ছে মাঠে, পারফর্ম করা, দলের হয়ে অবদান রাখার চেষ্টা করা এবং দল হিসেবে খেলার, সেটি আমরা চেষ্টা করছি।'


আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বরাবরই কম শক্তিসম্পন্ন দল বাংলাদেশ। এবারের আগে আফগানদের কখনোই টি-টোয়েন্টি সিরিজে হারায়নি টাইগাররা। এই সিরিজের আগে আফগানদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও পিছিয়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশের জয় ছিল ৩টি, আর আফগানিস্তানের ৬টি।


আফগানদের হারাতে পেরে তাই বাড়তি ভালো লাগা কাজ করছে সাকিবের মনে, 'অবশ্যই ভালো লাগছে। আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টিতে আমাদের খুব ভালো ছিল না এই সিরিজের আগে। যেহেতু এরকম সিরিজ জিততে পারলাম, বিশেষ করে এরকম কন্ডিশনে, আমার কাছে মনে হয় এই জয় আমাদেরকে সামনের দিকে আরও প্রেরণা জোগাবে ভালো ফলাফলের জন্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball