promotional_ad

টি-টোয়েন্টিতে পাওয়া আত্মবিশ্বাস ওয়ানডেতে নিয়ে যেতে চান সাকিব

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমরা ভালো বল করেছি, আপনারা ক্রেডিট দিতে চান না’

২৮ এপ্রিল ২৫
ফিল্ডিংয়ের সময় তাইজুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর এই বছর আর টি-টোয়েন্টি খেলা হচ্ছে না বাংলাদেশের। মাস দেড়েক পরই শুরু হবে এশিয়া কাপ, আর তারপর বিশ্বকাপ। আপাতত ওয়ানডেতেই মনোযোগী হতে হবে বাংলাদেশকে। আফগানদের ২-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল অসাধারণ পারফর্ম করতে চায় ওয়ানডেতেও। টি-টোয়েন্টির দলনেতা সাকিব আল হাসান জানিয়েছেন এমনটাই।


ওয়ানডেতে বরাবরই অসাধারণ খেলে বাংলাদেশ। বরঞ্চ টি-টোয়েন্টিতে আশাব্যঞ্জক পারফরম্যান্স করতে ব্যর্থ হয় দলটি। কিন্তু এবারের আফগানিস্তান সিরিজে হয়েছে উল্টো। ওয়ানডে সিরিজ বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে, একটি ম্যাচ হাতে রেখেই।


অপরদিকে টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে পাত্তাই দেয়নি সাকিবের দল। রশিদ খান, মুজিব উর রহমান এবং ফজল হক ফারুকিদের নিয়ে গড়া বোলিং লাইনআপের দলের বিপক্ষে নিঃসন্দেহে এটা অনেক বড় জয়। আর এই আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপে যেতে চান সাকিব।


promotional_ad

বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে একই ক্রিকেটারের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণেই এমনটা বলছেন সাকিব। এদিকে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপ এবং বিশ্বকাপেও খেলবে বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডার তাই আত্মবিশ্বাসকেই পুঁজি করছেন।


আরো পড়ুন

অধিনায়কত্বকে চাপ হিসেবে নিচ্ছেন না লিটন

৩ ঘন্টা আগে
অনুশীলন ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

সাকিব বলেন, 'বেশির ভাগ ক্রিকেটারই কিন্তু… ওয়ানডের ক্রিকেটার এখানে বা টি-টোয়েন্টির ক্রিকেটার ওয়ানডেতে। এই আত্মবিশ্বাস তারা নিয়েই যেতে পারে। যেহেতু এশিয়া কাপে আমরা তাদের মুখোমুখি হব, বিশ্বকাপে প্রথম ম্যাচে ওদের সঙ্গে খেলব। এই আত্মবিশ্বাসটুকু নিয়ে যেতে পারলে আমাদের জন্যই ভালো হবে। টি-টোয়েন্টি দলের ৮০-৯০ শতাংশ ক্রিকেটারই ওয়ানডেগুলো খেলবে। আমি বলব, এশিয়া কাপের আগে তাদের জন্য এটা অনেক বড় আত্মবিশ্বাসের জোগান।'


একইসঙ্গে টি-টোয়েন্টিও আরও ভালো পারফরম্যান্স চান সাকিব। যদিও আগামী জানুয়ারি- ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে এই সংস্করণে খেলা নেই বাংলাদেশের।


সাকিব আরও বলেন, 'টি-টোয়েন্টিতে মোমেন্টাম গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের খুব মোমেন্টাম খুব ভালো চলছে। তবে সামনে বিরতি আছে। অনেক দিন টি-টোয়েন্টি ম্যাচ নেই। মনে হয়, জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে হবে, বিপিএলের পর।'


'একটা ব্যাপার হলো, বিপিএলের পর আমাদের দেশীয় ক্রিকেটারদের পারফরম্যান্স ভালো থাকে। আমি আশাবাদী যে, বিপিএলে যারা ভালো করবে, ওদেরকে নিয়ে যখন আমরা সামনের দিকে এগোব, ভালো ফলই করতে থাকব আমরা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball