promotional_ad

আফ্রিদির তোপ সামলে শ্রীলঙ্কাকে টানলেন ধনাঞ্জয়া-ম্যাথিউস

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

যুবাদের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা

১৯ এপ্রিল ২৫
বাংলাদেশ যুব দল, বিসিবি

বছরখানেক পর টেস্টে ফিরলেন শাহীন শাহ আফ্রিদি, ফেরার ম্যাচে আগুনে ব সকালের শুরুতে শ্রীলঙ্কার টপ অর্ডারকে লন্ডভণ্ড করে দিলেন শাহীন শাহ আফ্রিদি। মাত্র ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা যখন ধুঁকছিল তখন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ধনাঞ্জয়া ডি সিলভা। হাফ সেঞ্চুরির পর ম্যাথিউস ফিরলেও সেঞ্চুরির অপেক্ষায় থেকে দিন শেষ করেছেন ধনাঞ্জয়া।


গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। শাহীন আফ্রিদির ব্যাক অব লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন নিশান মাদশঙ্কা। তাকে ফিরিয়ে টেস্টে উইকেটের সেঞ্চুরি করেন শাহীন আফ্রিদি। তিনে নামা কুশল মেন্ডিসকেও টিকতে দেননি তিনি।


promotional_ad

বাঁহাতি এই পেসারের মিডল অ্যান্ড লেগ স্টাম্পের ব্যাক অব লেংথ ডেলিভারিতে টপ এজ হয়ে সেকেন্ড স্লিপে থাকা আঘা সালমানের হাতে ক্যাচ দেন মেন্ডিস। ডানহাতি ব্যাটার আউট হয়েছেন ১২ রান করে। দুই উইকেট হারানোর পর থিতু হওয়ার চেষ্টা করেছিলেন দিমুথ করুনারত্নে।


যদিও তাকে ২৯ রানের বেশি করতে দেননি শাহিন আফ্রিদি। বাঁহাতি এই পেসারের লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে খেলতে গিয়ে সরফরাজ আহমেদের গ্লাভসে ক্যাচ দিয়েছেন লঙ্কান অধিনায়ক। আর পাঁচে নামা দীনেশ চান্দিমালকে বিদায় করেছেন নাসিম শাহ। বাবর আজমের দুর্দান্ত ক্যাচে ১ রান করেই ফিরেছেন চান্দিমাল।


এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন ম্যাথিউস এবং ধনাঞ্জয়া। খানিকটা দেখেশুনেই খেলেছেন তারা দুজন। দিনের দ্বিতীয় সেশনে দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। দলের বিপদের সময়ে ৮৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ম্যাথিউস। আরেক ব্যাটার ধনাঞ্জয়া ক্যারিয়ারের ১২তম হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন ৮৯ বলে। এদিকে হাফ সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি ম্যাথিউস।


চা-বিরতির আগ মুহূর্তের সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। আবরার আহমেদের বলে জায়গা বানিয়ে কাট করতে গিয়ে কিপার সরফরাজকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৬৪ রান করা ম্যাথিউস। শেষ বিকেলে তাকে সঙ্গ দেয়ার চেষ্টা করেছেন সাদেরা সামারাবিক্রমা।


মাঝে গলে বাগড়া দিয়েছিল বৃষ্টি। যে কারণে প্রথম দিনে খেলা হয়েছে মোটে ৬৫.৪ ওভার। শেষ বেলায় সামারাবিক্রমা ও ধনাঞ্জয়ার জুটি ভাঙেন সালমান। দিনের শেষ ওভারে সালমানের বাড়তি টার্নের বলে ইমাম উল হককে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন ৩৬ রান করা এই ব্যাটার। দিনশেষে ৯৪ রানে অপরাজিত আছেন ধনাঞ্জয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball