promotional_ad

আমরা যখনই যা করছি, সব ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে: জ্যোতি

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়ানডে ইতিহাসে এর আগে কখনও ভারতের বিপক্ষে জিতেছিল না বাংলাদেশ। কিন্তু শনিবার মিরপুরে সব পরিসংখ্যান বদলে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারতকে ৪০ রানে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে এখন নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তাই বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, আমরা যখনই যা করতেছি, সব ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে।


ওয়ানডেতে এই ম্যাচের আগে ১৫ জয় ছিল বাংলাদেশের। ১৬তম জয় পাওয়ার দিন ভারতকে পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা। ১৫৪ রানের লক্ষ্যে খেলতে নামা সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১১৩ রানে। ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন মারুফা আক্তার।


এর আগে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। যা প্রথম ওয়ানডের জয়ে বাংলাদেশকে সাহায্য করেছে। টানা দুই জয়ে এখন ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে জ্যাতিবাহিনী। তবে এখনই উল্লাসের কিছু দেখছেন না বাংলাদেশ অধিনায়ক।


promotional_ad

সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, 'অবশ্যই মেয়েরা অনেক বেশি রোমাঞ্চিত ছিল কিন্তু আমি বলেছি যে না আসলে শেষ হয়নি এখনও। কারণ যখন আপনি ভালো করবেন আপনার প্রতি দায়িত্বটা আরও বেশি থাকবে। যেমন আপনাদেরও একটা প্রত্যাশা তৈরি হয়েছে যেন আমরা সিরিজ নেই, আমাদেরও একই।'


'কারণ আমরা জানি আমরা ভালো ক্রিকেট খেললে একটা স্টেপ আগে যাবো যা আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন হবে। সো ফার আমি বলবো ওদের থামিয়ে রেখেছি যে উল্লাসের এখনও অনেক কিছু বাকি আছে। হয়তো সিরিজ নিতে পারলে দেখা যাচ্ছে ওভাবে আমরা সেলিব্রেট করবো' যোগ করেন তিনি।


এদিকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খুব কাছে গিয়ে হেরেছিল বাংলাদেশ। সেদিন প্রেসেন্টেশনে জ্যোতি জানিয়েছিলেন, দ্রুতই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে দল। এরপরই এসেছে টানা দুটি জয়। দলকে বাজে অবস্থানে থেকে ভালো অবস্থানে নেয়ার পেছনে ইতিবাচক পরিবেশ তৈরিকেই গুরুত্ব দিচ্ছেন জ্যোতি।


জ্যোতি বলেন, 'আমি সবসময় চেষ্টা করি দলের ভেতর ইতিবাচক পরিবেশ তৈরি করতে। নির্দিষ্ট দিনে প্লেয়ারের বাজে সময় যেতে পারে তার মানে এই না যে তার সামর্থ্য নেই। আমি চেষ্টা করি সবসময় সবাইকে ব্যাক করার জন্য। আমি ড্রেসিংরুমে একটা কথাই বলেছি যে আমরা আমাদের প্রাইড ও সম্মানের জন্য ক্রিকেট খেলবো।'


'সবাইকে এটাই মনে করিয়ে দিয়েছি আমরা কতটুকু ক্যাপেবল। যা করতে পারি সেটা যদি করে দেখাতে পারি ঘুরে দেখাতে পারবো। সিরিজ হারার পর আমার একটা কথাই ছিল ওডিআইতে বেটার ক্রিকেট খেলতে হলে আগামী ম্যাচে জয় দরকার। মেয়েরা অনেক ইতিবাচক ছিল, কোচিং স্টাফ থেকেও পজেটিভ ওয়েতে চিয়ার আপ করা হয়েছে। সবার ভেতর বিশ্বাস ছিল' যোগ করেন তিনি।


ইতিহাসের অংশ হওয়ার প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমরা যখনই যা করছি, সব ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে..এটাও বলবো। লম্বা সময় পরে ভারতের বিপক্ষে জেতা। বলবো যে অনেক লম্বা সময় প্লাস হচ্ছে মিরপুরের মাঠে জয়। আমি বলবো অবশ্যই ইতিহাসের অংশ। ইতিহাসের লেখাগুলো যেন আরেকটু বাড়াতে পারি সেটা আমাদের চেষ্টা থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball