কামিন্সদের স্লেজিং না করার মানসিকতায় মুগ্ধ ডাকেট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বুমরাহর আর ‘চমক’ নেই, ধারণা ডাকেটের
২০ মার্চ ২৫
বলা হয়ে থাকে ক্রিকেট ইতিহাসে স্লেজিং এনেছেন অস্ট্রেলিয়ানরা। স্লেজিংয়ে সবচেয়ে বেশি পটুও সেই অজিরাই। তবে এই দলে থেকেও যেন ব্যাতিক্রম প্যাট কামিন্স। প্রতিপক্ষ ব্যাটারদের স্লেজিং করার চাইতে তাদের আউট করা নিয়ে মগ্ন থাকতে ভালোবাসেন অস্ট্রেলিয়ার এই অধিনায়ক। তার এমন মানসিকতায় মুগ্ধ ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটও।
এবারের অ্যাশেজে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন ডাকেট এবং কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের বলে বেশ এখন পর্যন্ত দুবার আউটও হয়েছেন ডাকেট। জস হ্যাজেলউডের বলে আউট হয়েছেন তিনবার আর মিচেল স্টার্কের বলে একবার।
অবশ্য শুধু কামিন্সই নন, হ্যাজেলউড এবং স্টার্করাও এবারের অ্যাশেজে সেই অর্থে স্লেজিংয়ে জড়াননি। এটাই মুগ্ধ করেছে ডাকেটকে। একইসাথে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রতি সম্মানও তার অনেক বেড়ে গেছে।

ডাকেট বলেন, 'অস্ট্রেলিয়া দল নিয়ে আমার মতামত হচ্ছে তারা খুবই ভালো দল। তারা মানুষ হিসেবেও দারুণ। প্যাট কামিন্স ক্রিকেটের অসাধারণ একটি চরিত্র। আমি যদি কাউকে ৯০ মেইল বেগে বল করতাম তাহলে তার সঙ্গে আরও কথা (স্লেজিং) বলতাম। কিন্তু উইকেটে তারা কারো সঙ্গেই এমনটা করে বলে মনে হয় না। তারা নিজেদের দক্ষতায় আরও বেশি নজর দেয়, এটা দারুণ।'
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
একইদিনে সতীর্থ মার্ক উডের প্রশংসাও করেছেন ডাকেট। হেডিংলি টেস্টে চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরা মার্ক উড গতির তাণ্ডবে দুই ইনিংসে নেন শিকার সাত উইকেট। প্রথম ইনিংসেই পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
এ ছাড়া ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮ বলে ২৪ রানের দুর্দান্ত ক্যামিও খেলেন উড। আর দ্বিতীয় ইনিংসে তার অপরাজিত ১৬ রানের ইনিংসে জয় পেয়ে যায় ইংল্যান্ড। ম্যান অব দা ম্যাচও নির্বাচিত হন উড।
ডাকেট বলেন, 'অস্ট্রেলিয়া কখনোই চাইবে না উডি (মার্ক উড) শেষ দুই ম্যাচে খেলুক। এটা খুবই বাজে! সে এতো দ্রুত বল কীভাবে করে? সে অনেক দীর্ঘদেহী নয়, শুধু বাহুর গতি দিয়েই এমন আমার মনে হয়। তার বল সবসময় আপনার দিকে স্কিড করে আসবে। আমি খুবই খুশি কেননা সে আমার দলে খেলে। শুধু বল হাতে নয়, সে ব্যাট হাতেও খেলাটা ঘুরিয়ে দিয়েছে।'