promotional_ad

অ্যাশেজ খেলার কথা ভাবতেই পারছেন না হ্যারিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

হেডিংলি টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হওয়া ওপেনার ডেভিড ওয়ার্নারের একাদশে জায়গা পাওয়া নিয়ে চলছে প্রশ্ন। সিরিজে মাত্র ২৩.৫ গড়ে রান করা ওপেনারের বদলি হিসাবে কাকে দেখা যাবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। ওয়ার্নারকে একাদশে রাখার নিশ্চয়তা দেননি অস্ট্রেলিয়ার কোচ, অধিনায়কও! যদিও দলের একমাত্র রিজার্ভ ওপেনার মার্কাস হ্যারিস এখনও ওয়ার্নারের প্রশংসা করে যাচ্ছেন। অ্যাশেজে খেলার চিন্তা থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন তিনি।

লর্ডস টেস্টের পর ৩০ বছর বয়সী হ্যারিসই একমাত্র রিজার্ভ ওপেনার। কেননা ছুটিতে আছেন দলটির আরেক ওপেনার ম্যাট রেনশ। ওয়ার্নারের বদলি হিসেবে তাই হ্যারিসের একাদশে থাকার সম্ভাবনা আছে। যদিও হ্যারিস ভাবছেন ভিন্ন কথা।


অস্ট্রেলিয়ার সেরা পাঁচ ব্যাটারের একজন যদি চোটের কারণে দলের বাইরে না যায়, তাহলে একাদশে নিজের জায়গার আশা করেছেন না হ্যারিস। তার মতে জানুয়ারিতে ওয়ার্নারের পরিকল্পিত অবসর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।


promotional_ad

হেডিংলি টেস্টের দুটি ইনিংসে ব্যর্থ হওয়া ওয়ার্নারের পারফরম্যান্সের প্রশংসা করে হ্যারিস বলেন, 'ওপেনিংয়ে ব্যাটিং করার জন্য ইংল্যান্ড একটি কঠিন জায়গা, কিন্ত সে এবং উজি (উসমান খাওয়াজা) আমাদের ভালো কিছু শুরু এনে দিয়েছে। তাই যদি আমাকে ততক্ষণ অপেক্ষা করতে হয়, তাই হোক। কিন্ত এর আগে সুযোগ আসলে আমি প্রস্তুত।'

ম্যানচেস্টার টেস্টে ওয়ার্নারের থাকা বা না থাকা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠিয়েছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কয়েকজন সাবেক ক্রিকেটার। একই সাথে অস্ট্রেলিয়া দলের কোচ কিংবা অধিনায়ক কেউই ওয়ার্নারের দলে থাকার ব্যাপারে নিশ্চয়তা দেননি।


এদিকে ওয়ার্নার দলে না থাকলে, সেখানে দেখা যেতে পারে ক্যামরন গ্রিনকে। লর্ডস টেস্টের পর তার হ্যামস্ট্রিংয় ইনজুরির কারণে গ্রিনের স্থলাভিষিক্ত হন মিচেল মার্শ। হেডিংলি টেস্টে সেঞ্চুরির পর তাকেও দলে রাখার চিন্তায় আছে অজিরা।


এদিকে ওয়ার্নারের বদলে ওপেনিংয়ে দেখা দেতে পারে ট্রাভিস হেডকেও। এমন সমীকরণে অস্ট্রেলিয়ার হয়ে ১৪টি টেস্ট ম্যাচ খেলা হ্যারিস তাই আগেভাগেই নিজেকে অ্যাশেজে খেলার চিন্তা থেকে সরিয়ে নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball