বেয়ারস্টোকে স্টাম্পিং করা নিয়ে নীরবতা ভাঙলেন ক্যারি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএলে বশ-ডাসেনের বদলি লিন্ডে-ক্যারি
২৪ মার্চ ২৫
যদি জিজ্ঞাসা করা হয়, চলমান আশেজে সবথেকে আলোচিত ঘটনা কোনটি, তাহলে প্রথমেই উঠে আসবে জনি বেয়ারস্টোকে করা অ্যালেক্স ক্যারির সেই স্টাম্পিং। লর্ডস টেস্টে করা সেই স্টাম্পিং নিয়ে জলঘোলা কম হয়নি। এমসিসির তিন সদস্যকে বরখাস্ত থেকে শুরু করে, দুদেশের প্রধানমন্ত্রীরাও জড়িয়েছেন এই বিতর্কে। সেই ঘটনার কিছুদিন পার হওয়ার পর এই বিষয়ে মুখ খুলেছেন ক্যারি, বলেছেন নিজের পূর্ব অভিজ্ঞতা থেকেই এমন আউট করেছেন ইংলিশ ব্যাটারকে।
ক্যামরন গ্রিনের ওভারের শেষ বলটি বেয়ারস্টোকে অতিক্রম করার সাথে সাথে, উইকেট ছেড়ে বেরিয়ে আসেন ইংলিশ ব্যাটার। কিন্ত সেই বলটি ছুড়ে স্টাম্প ভাঙেন ক্যারি, সেখান থেকেই শুরু বিতর্কের। নিজের নীরবতা ভেঙে এবার ক্যারি জানালেন সেই ঘটনা, বেয়ারস্টোর দ্রুত ক্রিজ ছেড়ে যাওয়ার অভ্যাস তারা লক্ষ্য করেছিল। অবশেষে সেই সুযোগ কাজে লাগিয়েই বেয়ারস্টোকে বিদায় করেছিলেন তিনি।

ঘটনার পর লর্ডসের লং রুমে অজি ক্রিকেটারদের সাথে দুর্ব্যবহার করেছিল কয়েকজন এমসিসি সদস্য, ফলে তিনজন সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। শুধু তাই নয় এমন আউটে ক্রিকেটীয় চেতনার অভাব দেখেছেন ইংলিশ ক্রিকেটার, এমনকি দলটির হেড কোচ ব্রেন্ডন ম্যাককলামও। কিন্ত এই বিষয়ে ক্যারি বলেন, 'এটাকে (স্টাম্পিং) খারাপ ব্যাপার বলা হচ্ছে, কিন্তু...এটি অ্যাশেজ।'
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
ক্যারি আরও বলেছেন, 'এই বিষয়ে অনেক বাজে কথা বলা হয়েছিল, কিন্ত আমি সত্যিই ভালো সমর্থন পেয়েছি। আমার মতে সম্পূর্ণ দলই আমাকে সমর্থন করে। অস্ট্রেলিয়ার অনেক ভক্ত আছে তাদের সমর্থন পেয়েছি, পেয়েছি ইংল্যান্ড থেকেও। আমি মনে করি না যে আমরা ভুল কিছু করেছি এবং আমরা সম্ভবত কোন কিছুই হারাইনি।'
এসময় স্টাম্পিং এর জন্য করা সকল সমালোচনাকে সহজ ভাবেই নিয়েছেন ক্যারি, 'প্রত্যেকেরই তাদের মতামতের অধিকার রয়েছে এবং আমি সেটা পুরোপুরি সম্মান করি। প্রত্যেকেরই ক্রিকেটের চেতনা সম্পর্কে মতামত পাওয়ার অধিকার রয়েছে। শুধু আমি নয়, পুরো দল তাদের সম্পর্কে কথা বলেছিল৷ কিন্তু আমরা সত্যিই নিজেদের সিদ্ধান্তে অটল, আমরা বুঝতে পারি কি গুরুত্বপূর্ণ এবং কে গুরুত্বপূর্ণ।'
ক্যারি নিজেও এইভাবে আউট হয়েছিলেন এবং সেখান থেকেই এই বিষয়ে শিক্ষা নিয়েছেন, 'সাউথ অস্ট্রেলিয়ায় আমার প্রথম এ-গ্রেড খেলায়, আমি এভাবেই আউট হয়েছিলাম। আমি এভাবেই ক্রিজ ছেড়ে বাহিরে চলে যাই এবং আমাকে আউট করা হয়। আমি কিছুটা হতাশ হয়েছিলাম, ক্যাপ্টেন তখন আমার কাছে এসে বললেন, পরের বার দাগের বাহিরে পা রাখার কথা মনে রাখবেন।'
এমন আউটের পর কোনও রকম প্রশ্ন তুলেননি এই অজি উইকেটরক্ষক, 'আমার দৃষ্টিকোণ থেকে, আমাকে আউট করার পর আর ফিরিয়ে আনা হয়নি, আমাকেও ঠিক একই পদ্ধতিতে আউট করা হয়েছিল, কিন্ত আমি এটি নিয়ে কোনও প্রশ্ন করিনি।'