promotional_ad

দাপুটে জয়ে সেমি ফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

||  ডেস্ক রিপোর্ট || 


টুর্নামেন্টের শুরুটা হয়নি মনের মত। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ 'এ' দল। ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কা 'এ' দলের কাছে পাওয়া হারের ক্ষত ভুলে ওমান 'এ'র বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে সাইফ হাসানের দল। তানজিদ হাসান তামিমের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ১৭ ওভারে ১২৭ রানের লক্ষ্যে পৌঁছে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ 'এ' দল।


১২৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার নাঈম শেখ ও তানজিদ হাসান মিলে শুরুটা দারুণ করেন। ওমানের বোলারদের কোনো প্রকার সুযোগ না দিয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকে এই জুটি। নেট রানরেটের হিসেব বিবেচনা করেই হয়তো একপ্রান্তে তামিম আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান।


আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়ে তামিম ইনিংস লম্বা করতে ব্যর্থ হলেও এদিন উইকেট ছুঁড়ে দেননি এই ব্যাটার। অপরপ্রান্তে নাঈম গেল ম্যাচের মত দেখে শুনে ইনিংস লম্বা করতে থাকেন। প্রথম পাওয়ার প্লে'তে এই জু???ি মিলে স্কোরবোর্ডে রান যোগ করেন ৮৬।


promotional_ad

দলকে ১০০'র ঘরে পৌঁছে দিয়ে অবশ্য উইকেট ছুঁড়ে দেন তামিম। ১৫তম ওভারে ১০৯ রানে এই ব্যাটার আউট হন ৪৯ বলে ৬৮ রানে। এরপর ক্রিজে নেমে মেরে খেলতে গিয়ে আকিবের দ্বিতীয় শিকার হয়ে ২য় বলেই উইকেট ছুঁড়ে দেন সাইফ। 


শূন্য রানে অধিনায়ক বিদায় নিলেও ক্রিজে নেমে জাকির হাসান সঙ্গ দেন নাঈমকে। দেখে শুনে খেলে নাঈমও হাঁটতে থাকেন হাফ সেঞ্চুরির পথে। কিন্তু জাকিরের ৬ বলে ১১ রানের অপরাজিত ইনিংসে নাঈমকে অপরাজিত থাকতে হয় ৪৭ রানে। 


এদিকে আগে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ৯ রান তুলতেই দুই ব্যাটারকে হারিয়ে বসে ওমান। ২১ বলে ২ রানে ফেরেন আব্দুল রউফ। তার উইকেটটি নেন রিপন মন্ডল। তানজিম সাকিবের শিকার হয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন আকিব ইলিয়াস।


দুই ব্যাটার ফিরলেও অয়ন খান ও কাশ্যপকুমার প্রজাপতি মিলে যোগ করেন ৪৫ রান। তবে রাকিবুল হাসান ও শেখ মাহেদির ঘুর্নিতে ফেরেন দুজনই। এরপর শুভ পল ও শোয়েব খান মিলে আরও ৪৫ রানের জুটি গড়লেও দলীয় রান ১০০ হওয়ার আগে মাহমুদুল হাসান ফিরিয়ে দেন শোয়েবকে।


এই ধাক্কা সামাল দিতে দিতে ১১৫'তে আরও দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে ওমান। এরপর ১২২ রানে আরও দুই উইকেট হারায় দলটি। শেষ পর্যন্ত ১২৬ রানে অল আউট হয় ওমান। শেষের ৩টি উইকেটই নেন সাকিব। ৯ ওভারে ২ মেইডেন দিয়ে ১৮ রানে ৪ উইকেট নেন এই পেসার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball