promotional_ad

‘পাকিস্তান বিশ্বকাপে না গেলে সমর্থকদের সঙ্গে অবিচার হবে’

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে

১৮ এপ্রিল ২৫
আইসিসি

সূচি প্রকাশ হলেও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা তা এখনও নিশ্চিত নয়। যা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। মিসবাহ উল হক মনে করেন, ভারত বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত পাকিস্তানের। সেটা না করলেও সমর্থকদের প্রতি অবিচার করা হবে বলে জানান তিনি।


সবশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। এরপর এই দুই দেশের মাঝে বেশ কয়েকবার দেখা হলেও ভারতে যাওয়া হয়নি তাদের। এমনকি ভারতও এই সময়ে কখনও পাকিস্তানে আসেনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত।


যে কারণে বিশ্বকাপ খেলতে চাইলে সেখানে না যাওয়ার কোন সুযোগ নেই পাকিস্তানের হাতে। পাকিস্তানের বিশ্বকাপ খেলা পুরোপুরি নির্ভর করছে দেশটির সরকারের উপর। যে কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুমতি দেয়ার আগে ভারতে পর্যবেক্ষক দল পাঠানোর কথা ভাবছে তারা।


promotional_ad

এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডে পাঁচটি ভেন্যুতে ৯টি ম্যাচ খেলবেন বাবর আজম-শাহীন শাহ আফ্রিদিরা। ম্যাচগুলো খেলার কথা আছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কলকাতা ও আহমেদাবাদে। পাঁচটি ভেন্যুই পরিদর্শন করার কথা আছে পাকিস্তানের প্রতিনিধি দলের। এরপর সিদ্ধান্তে পৌঁছাবে পাকিস্তান সরকার।


দুই দেশের সমর্থকদের কথা ভেবে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশাতে বারণ করছেন মিসবাহ। কদিন আগে ভারত গিয়ে সাফ ফুটবল খেলে আসলো পাকিস্তান। মিসবাহও তাই বলছেন অন্য স্পোর্টসের মতো ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখতে।


পাকিস্তানের সাবেক প্রধান কোচ বলেন, ‘যখন অন্য স্পোর্টস ইভেন্টে এই দুই দেশের যোগাযোগ আছে তখন ক্রিকেটে কেন নয়। ক্রিকেটকে রাজনৈতিক সম্পর্কের সঙ্গে যুক্ত করা কেন? জনগণকে তাদের দলেরকে একে অপরের বিরুদ্ধে খেলা থেকে বঞ্চিত করা অন্যায়। যারা পাকিস্তান ও ভারতের ক্রিকেট অনুসরণ করে এটা তাদের সঙ্গে অবিচার।’


পাকিস্তানের হয়ে ১১ হাজারের বেশি রান করেছেন মিসবাহ। ৪৯ বছর বয়সি সাবেক এই ক্রিকেটার পাকিস্তানকে নেতৃত্বও দিয়েছেন। ক্যারিয়ারে অনেকবারই ভারতের মুখোমুখি হয়েছেন মিসবাহ। ভারত সফরও করেছেন অনেকবারই। সেখানে খেলাটা উপভোগ করেছেন বলে জানান তিনি।


মিসবাহ বলেন, ‘পাকিস্তানের উচিত বিশ্বকাপ খেলা, সেটা ভারতে হলেও। আমি অনেকবার ভারতে খেলেছি। আমরা সেখানকার সমর্থক আর চাপ উপভোগ করেছি। কারণ এটা আপনাকে অনুপ্রেরণা দেবে এবং ভারতের কন্ডিশনও আমাদের পক্ষে যাবে। ইন্ডিয়ান কন্ডিশনে আমাদের দলে ভালো করার সক্ষমতা আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball