ভারত সিরিজের সূচি প্রকাশ করল সাউথ আফ্রিকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১৯ এপ্রিল ২৫
তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে চলতি বছরের শেষদিকে সাউথ আফ্রিকা সফরে যাবে ভারত। ইতোমধ্যেই এই সফরের সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
১০ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ভারতের এই সফর। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ এবং ১৪ ডিসেম্বর। তিনটি ম্যাচের ভেন্যু যথাক্রমে ডারবান, জিকিবার্হা এবং জোহানেসবার্গ।

তারপর ১৭ ডিসেম্বর জোহানেসবার্গেই শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ এবং ২১ ডিসেম্বর। ভেন্যু জিকিবার্হা এবং পার্ল।
সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই ক্লাসেন
৭ এপ্রিল ২৫
তারপর বক্সিং ডে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সাদা পোশাকের সিরিজ। ২৬ থেকে ৩০ ডিসেম্বর প্রিটোরিয়াতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। তারপর আগামী বছরের ৩-৭ জানুয়ারি কেপটাউনে দ্বিতীয় টেস্ট খেলবে সাউথ আফ্রিকা ও ভারত।
ভারতের সাউথ আফ্রিকা সফরের সূচি-
১০ ডিসেম্বর | ১ম টি-টোয়েন্টি | ডারবান |
১২ ডিসেম্বর | ২য় টি-টোয়েন্টি | জিকিবার্হা |
১৪ ডিসেম্বর | ৩য় টি-টোয়েন্টি | জোহানেসবার্গ |
১৭ ডিসেম্বর | ১ম ওয়ানডে | জোহানেসবার্গ |
১৯ ডিসেম্বর | ২য় ওয়ানডে | জিকিবার্হা |
২১ ডিসেম্বর | ৩য় ওয়ানডে | পার্ল |
২৬-৩০ ডিসেম্বর | ১ম টেস্ট | প্রিটোরিয়া |
৩-৭ জানুয়ারি | ২য় টেস্ট | কেপটাউন |