ম্যানচেস্টারে নেসার নয় হ্যাজেলউডকে চান হিলি

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চেন্নাইয়ে ১৭ বছর পর জিতল বেঙ্গালুরু
২৮ মার্চ ২৫
সাম্প্রতিক সময়ে ব্যাটে-বলে দারুণ ছন্দে আছেন মাইকেল নেসার। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন-২ তে রীতিমতো আগুনে পারফর্ম করছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। নেসার ছন্দে থাকলেও ম্যানচেস্টার টেস্টে জশ হ্যাজেলউডকেই চান ইয়ান হিলি।
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন-২ তে গ্ল্যামারগনের হয়ে খেলছেন নেসার। লেস্টারশায়ারের বিপক্ষে অপরাজিত ১৭৬ রানের ইনিংস খেলেছেন তিনি। যা তার টানা দ্বিতীয় সেঞ্চুরি, আগের ম্যাচে সাসেক্সের বিপক্ষে করেছিলেন ১২৩ রান।

বল হাতেও সময়টা বেশ ভালোই যাচ্ছে তার। ২৫.৬৩ গড়ে ১৯ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। এমন পারফরম্যান্সের পর ১৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া ম্যানচেস্টার টেস্টের একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই আছেন নেসার।
চতুর্থ টেস্টে প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের খেলাটা একেবারে নিশ্চিত। এবারের অ্যাশেজে বল হাতে ভালো সময় পার করতে না পারা স্কট বোল্যান্ড বাদ পড়তে পারেন হেডিংলি টেস্টের একাদশ থেকে। এদিকে তৃতীয় টেস্টে বিশ্রামে ছিলেন হ্যাজেলউড। চোট বাগড়া না দিলে পরের টেস্টে ডানহাতি এই পেসার খেলাটা অনুমেয়।
যদিও তৃতীয় পেসার হিসেবে নেসারের নামও শোনা যাচ্ছে। এমন আলোচনায় নেসারের চেয়ে হ্যাজেলউডকে প্রাধান্য দিচ্ছেন হিলি। অস্ট্রেলিয়ার সাবেক এই উইকেটকিপার ব্যাটার জানান, শেষ টেস্টে নেসারকে খেলানো যেতে পারে।
এসএনইকিউ ব্রেকফাস্টের সঙ্গে আলাপকালে হিলি বলেন, ‘আমার মনে হয় সে পঞ্চম টেস্টের অপশন হতে পারে। যদি চতুর্থ টেস্টে প্রত্যাশিত কিছু না হয়। আমার মনে হয় হ্যাজেলউডই খেলবে এবং সে ডিজার্ভ করে। সে বোল্যান্ডের জায়গায় ফিরবে।’
‘যদি কিছু ঘটে কিংবা কারও বিশ্রামের প্রয়োজন হলে অন্য কথা। আমার মনে হয় সে (নেসার) পঞ্চম টেস্টে বোল্যান্ডের জায়গা দখল করবে। এটা ভালো ব্যাপার যে সে দারুণ ছন্দে আছে।’