promotional_ad

সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ সমতায় বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আবরারের সেঞ্চুরির পর বোলারদের দাপটে যুবাদের বড় জয়

৩ মে ২৫
সেঞ্চুরির পর জাওয়াদ আবরার, বিসিবি

সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লো স্কোরিং এই থ্রিলার ম্যাচটি জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ ব্যবধানে সমতায় ফিরেছে বাংলাদেশের যুবারা। রাজশাহীতে ১৭ জুলাই অনুষ্ঠেয় সিরিজের শেষ ম্যাচটিই হয়ে রইল সিরিজ নির্ধারণী লড়াই।


শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের যুবারা। মাত্র তৃতীয় ওভারেই ফিরে যান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। এই ওপেনারের ব্যাটে আসে পাঁচ রান।


চার ওভার পর আরেক ওপেনার আদিল বিন সিদ্দিকের উইকেটও হারায় বাংলাদেশ। ১৬ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২৫ রান আসে তার ব্যাটে। স্কোরবোর্ডে ৪৬ রান তুলতেই আরিফুল ইসলামের উইকেটও হারায় বাংলাদেশ।


promotional_ad

তারপর ৩১ রানের জুটি গড়েন রিজান হোসেন এবং নাইম আহমেদ। ১৬ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নেন নাইম। তার মতো দলীয় ৭৭ রানে বিদায় নেন এক বল খেলতে পারা শিহাব জেমসও।


স্কোরবোর্ডে আর এক রান উঠতেই বদায় নেন ৫০ বলে ২২ রান করা রিজান। ৭৮ রানে ছয় উইকেট হারিয়ে সিরিজ থেকেই অনেকটা ছিটকে পড়েছিল বাংলাদেশ। যদিও আশরাফুর জামান বরন্ন এবং মাহফুজুর রাব্বির দৃঢ়তায় ম্যাচ জিতেই মাঠ ছাড়ে যুবারা।


দুজনই তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ২৫ রান করে অপরাজিত থাকেন। ২৯ ওভারেই দলের জয় নিশ্চিত করেন এই দুজন।


এর আগে ব্যাটিংয়ে নেমে ৩৫.২ ওভারে ১২৮ রানে অলআউট হয় সাউথ আফ্রিকার যুবারা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন লুয়ান্দ্রে প্রিটোরিয়াস। বাংলাদেশের হয়ে ১৮ রান খরচায় পাঁচ উইকেট নেন রাফিউজ্জামান রাফি। তিনটি উইকেট নেন রিজান।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball