promotional_ad

শ্রীলঙ্কার টেস্ট দলে মাদুশঙ্কা, ফিরলেন নিশাঙ্কা-জয়াবিক্রমা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

যুবাদের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা

১৯ এপ্রিল ২৫
বাংলাদেশ যুব দল, বিসিবি

গলে আগামী ১৬ জুলাই (রবিবার) শুরু হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচের জন্য বৃহস্পতিবার ১৬ সদস্যের দল দেয় শ্রীলঙ্কা। দলে ফিরেছেন পাথুম নিশাঙ্কা এবং প্রাভিন জয়াবিক্রমা। অভিষেকের অপেক্ষায় থাকা দিলশান মাদুশঙ্কাকেও দলে রেখেছে স্বাগতিকরা।


মূলত ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে ব্যাট হাতে আলো ছড়িয়েই টেস্ট দলে ফিরেছেন নিশাঙ্কা। গত বছর জুলাইয়ের পর থেকে এই সংস্করণের ক্রিকেটে দেখা যায়নি তাকে। এখন পর্যন্ত খেলা নয় টেস্টে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিতে ৫৩৭ রান করেছেন নিশাঙ্কা।


promotional_ad

তবে টেস্ট দলের দুয়ার তিনি খুলেছেন ওয়ানডে ম্যাচের পারফরম্যান্স দিয়ে। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বিশাল অবদান রাখেন তিনি। দুটি করে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরিতে আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৪১৭ রান ছিল তার।


আরো পড়ুন

নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে

১৮ এপ্রিল ২৫
আইসিসি

নিশাঙ্কার মতোই লম্বা সময় পর টেস্ট দলে ডাক পেয়েছেন প্রাভিন জয়াবিক্রমা। এই সংস্করণে ৫ ম্যাচের সবশেষটি তিনি খেলেন গত বছর মে তে, বাংলাদেশের বিপক্ষে। মিরপুরের সেই ম্যাচটির পর আর তাকে এই সংস্করণে দেখা যায়নি।


এদিকে মাদুশঙ্কার মতো অভিষেকের অপেক্ষায় থাকা লাকশিথা মানাসিংহেকেও দলে টেনেছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত খেলা ৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৩ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার মাদুশঙ্কা। আর অফ স্পিনিং অলরাউন্ডার মানাসিংহে ৩৭ প্রথম শ্রেণির ম্যাচে ৮টি হাফ সেঞ্চুরিতে এক হাজার ১১১ রান করেছেন। পাশাপাশি ১২৪টি উইকেট শিকার করেছেন তিনি।


এদের জায়গা করে দিতে শ্রীলঙ্কা স্কোয়াড থেকে বাদ পড়েছেন লাসিথ এম্বুলদেনিয়া, আসিথা ফার্নান্দো, দুশান হেমন্থা ও মিলান প্রিয়ানাথ রত্নায়েকে। আগামী ২৪ জুলাই কলম্বোয় শুরু হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্ট।


পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), নিশান মাদুশকা, কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, রমেশ মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, প্রাভিন জয়াবিক্রমা, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা, বিশ্ব ফার্নান্দো, লাকশিথা মানাসিংহে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball