ওয়ানডে সিরিজ জিতে ভালো করে উদযাপন করতে চায় বাংলাদেশ

ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডেতে এক ধাপ এগিয়ে সাতে বাংলাদেশের মেয়েরা
১৪ মে ২৫
দীপ্তি শর্মার অফ স্টাম্পের বাইরের বল খানিকটা অফ স্টাম্পে দাঁড়িয়ে মিড উইকেটে ঠেলে দিয়ে এক রান দিয়ে দৌড়ে এক রান নিতেই জিতে গেল বাংলাদেশ। শেষ রানটা নেয়া নাহিদা আক্তার সেভাবে উদযাপনই করলেন না। তবে অপরপ্রান্তে থাকা রিতু মনে রান নেয়ার সময়ই দুহাত প্রসারিত করে জয়ের আনন্দটা বোঝানোর চেষ্টা করলেন। ৫ বছর পর ভারতকে টি-টোয়েন্টি হারানোর পর নিশ্চিতভাবেই আনন্দ উল্লাসে ফেটে পড়ার কথা ছিল বাংলাদেশের।
অথচ ম্যাচ জয়ের পর হলো ঠিক তার উল্টোটা। সীমানার বাইরে দাঁড়িয়ে হাততালিতে নাহিদা-রিতুকে অভিবাদন জানালেন বাকিরা। সিরিজ জিততে না পারার আক্ষেপ যে বাংলাদেশকে তাড়িয়ে বেড়াচ্ছে সেটা স্পষ্টই। নিগার সুলতানা জ্যোতিও জানালেন তেমনটা। ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়ে ভালো করে উদযাপন করতে চান বাংলাদেশের অধিনায়ক।

এ প্রসঙ্গে নিগার সুলতানা বলেন, ‘অবশ্যই (এই জয়ে) অনেক খুশি। আপনারা যদি লক্ষ্য করেন, ভারতের সঙ্গে সব সময় আমাদের ম্যাচ ক্লোজ হয়। আমরা মনে করি, আরেকটু ভালো খেললে সিরিজ আমাদের হতো। দ্বিতীয়ত, অনেক (কিছু) এখনও বাকি আছে। এর জন্য আসলে ওই রকম উদযাপন তেমন হয়নি। উদযাপনের একটা পরিপূর্ণতা তো আছে। আমরা চাই, সামনে যে সংস্করণ আসছে সেখানে ভালো করে ওইভাবে উদযাপন করব।’
মিরপুরে ‘ড্র’ করে সিরিজ হার সোহানদের
১১ ঘন্টা আগে
‘আমার মনে হয়, (আজ) আমরা পজিটিভ ক্রিকেট খেলেছি। যেটা আমাদের দলের জন্য অনেক বড় ‘বুস্ট আপ’ হিসেবে কাজ করবে। সামনে যে সংস্করণ আছে, সেটা আমরা মোটামুটি ভালো খেলি। জয়ের একটা মোমেন্টাম তৈরি হয়েছে। যা আমার মনে হয় দলকে, ওয়ানডেতে ভালো খেলার ব্যাপারে অনুপ্রাণিত করবে।’
প্রথম টি-টোয়েন্টিতে পাত্তা না পেলেও পরের দুই ম্যাচে বেশ ভালোভাবেই দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে জয়ের খুব কাছেই দাঁড়িয়েছিল নিগার সুলতানার দল। মাত্র ৯৬ রান করতে নামা বাংলাদেশের শেষ ৮ বলে প্রয়োজন ছিল ১০ রান।
তখনও স্বাগতিকদের হাতে ছিল ৫ উইকেট। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে মাত্র ১ রান তুলতেই সবকটি উইকেট হারায় বাংলাদেশের মেয়েরা। সেই ম্যাচটা জিততে পারলে সিরিজের ট্রফিটা থাকতো মারুফা-রাবেয়া খাতুনদের হাতে। ভারতকে বাগে পেয়েও সিরিজ জিততে না পারায় তাই আক্ষেপটা একটু বেশি নিগার সুলতানার।
বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আপনাদের আক্ষেপ কতটা চিন্তা করেন, আমাদের আক্ষেপ এর তিন গুণ বেশি। আমার মনে হয়, গত ম্যাচের চেয়ে আজ ভালো ব্যাটিং করেছি। বোলাররা তো নিয়মিত ভালো বোলিং করছেই। গত ম্যাচেও যে আমরা খারাপ ব্যাটিং করেছি, তা না। আমি যেখানে আউট হয়েছি, আমার ভুলের জন্যই ম্যাচটা হেরেছি। আমি মনে করি, যে লম্বা সময় ধরে উইকেটে থাকে, যার ব্যাটে-বলে হয়, তারই শেষ করে আসা উচিত।’